National

মন কি বাতের সুবর্ণ জয়ন্তীতে অনেকটাই আবেগপ্রবণ প্রধানমন্ত্রী

Published by
News Desk

মাসের শেষ রবিবার মানেই প্রধানমন্ত্রীর মন কি বাত। প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে প্রতি মাসের শেষ রবিবারে তাঁর রেডিও অনুষ্ঠান মন কি বাতে প্রধানমন্ত্রী দেশবাসীর উদ্দেশ্যে কিছু বার্তা দিয়ে থাকেন। কোনও ক্ষেত্রে কেউ দেশের মুখ উজ্জ্বল করলে তাঁকে বা তাঁদের অভিনন্দন জানান। সেই রেডিও অনুষ্ঠান এদিন তার ৫০ তম পর্বে পা দিল। তাঁর এই অনুষ্ঠানের সুবর্ণ জয়ন্তী পর্বে প্রধানমন্ত্রী এদিন দেশবাসীর কাছে স্পষ্ট করে দেন তাঁর এই অনুষ্ঠান একেবারেই অরাজনৈতিক। এখানে কোনও রাজনৈতিক আলোচনা জায়গা পাবে না, একথা তিনি অনুষ্ঠানের শুরুর দিন থেকেই ঠিক করে নিয়েছিলেন। এখানে আলোচনা হয় দেশের সামাজিক বিষয়ে। উচ্চাকাঙ্ক্ষী ভারতকে নিয়ে আলোচনা হয়।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এদিন বলেন, মোদী আসবেন যাবেন। কিন্তু ভারত তার স্থায়িত্ব ও একতা চিরকাল ধরে রাখবে। দেশের সংস্কৃতি অমর হয়ে থাকবে। তিনি বলেন, যখন কোনও রাজনৈতিক ব্যক্তিত্ব বহু মানুষের সামনে বলার সুযোগ পান, তখন নিজেকে রাজনৈতিক আলোচনা থেকে সম্পূর্ণ বিরত রাখা তাঁর কাছে রীতিমত কঠিন হয়ে দাঁড়ায়। মন কি বাত এখানেই ব্যতিক্রমী।

Share
Published by
News Desk