World

জাপান থেকে আরও বিনিয়োগ চাইছেন প্রধানমন্ত্রী

Published by
News Desk

জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের সঙ্গে এটা তাঁর তৃতীয় দ্বিপাক্ষিক বৈঠক। সেই উপলক্ষে গত শনিবারই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাপানে পৌঁছন। জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে বাৎসরিক দ্বিপাক্ষিক বৈঠক শুরু করেছেন মোদী। সোমবার টোকিওতে একটি শিল্প সম্মেলনে যোগ দিয়ে জাপানের শিল্পপতিদের ভারতের আরও বিনিয়োগ বাড়াতে আহ্বান জানান তিনি। ভারতের প্রতি জাপানের বিশ্বাস আরও সুদৃঢ় করার লক্ষ্যে এই বিনিয়োগে দরকার বলে জানান প্রধানমন্ত্রী।

জাপান ইতিমধ্যেই ভারতে বিনিয়োগ করছে। সেই বিনিয়োগ আরও বাড়ানোই এখন প্রধানমন্ত্রীর অন্যতম লক্ষ্য। এদিন তিনি শক্তিশালী ভারত ও শক্তিশালী জাপানের কথা তুলে ধরে শিল্পপতিদের বিনিয়োগে উৎসাহ যোগানোর চেষ্টা করেন।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

Share
Published by
News Desk

Recent Posts