National

ভারতীয় ক্রীড়াবিদদের অভিনন্দন, পরিবেশ রক্ষায় আদিবাসীদের কুর্নিশ জানালেন প্রধানমন্ত্রী

Published by
News Desk

বন সৃজন, অরণ্য রক্ষা, গাছ কাটা রোধ সহ একাধিক পরিবেশ বান্ধব পদক্ষেপ করে চলেছেন আদিবাসীরা। তাঁরা সাধারণভাবে শান্তিপূর্ণ সহাবস্থানে বিশ্বাসী। কিন্তু যখন তাঁরা দেখেন প্রাকৃতিক সম্পদ ঝুঁকির মুখে তখন তাঁরা রুখে দাঁড়ান। নিজেদের অধিকারের জন্য লড়াই করেন। এটা ভুলে গেলে চলবে না যে দেশের স্বাধীনতা বিপ্লব শুরুই হয়েছিল এক আদিবাসীর হাত ধরে। তাঁর মাসিক রেডিও অনুষ্ঠান মন কি বাতে রবিবার এভাবেই দেশের আদিবাসী সম্প্রদায়কে কুর্নিশ জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

এদিন ছিল মন কি বাতের ৪৯ তম অধ্যায়। এদিনের মন কি বাতে প্রধানমন্ত্রী ভারতীয় ক্রীড়াবিদদের সাফল্যের জন্য তাঁদের অভিনন্দন জানান। সম্প্রতি শেষ হওয়া এশিয়ান প্যারা গেমসে ভারতীয় ক্রীড়াবিদদের সাফল্যকে কুর্নিশ জানান তিনি। সেইসঙ্গে প্রধানমন্ত্রী ভারতীয় হকির সুবর্ণ ইতিহাসের কথাও এদিন দেশবাসীর কাছে তুলে ধরেন।

দেশের লৌহমানব সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মবার্ষিকী উপলক্ষে আগামী ৩১ অক্টোবর ‘রান ফর ইউনিটি’-তে ছোটার জন্যও সকলকে আহ্বান জানান প্রধানমন্ত্রী।

Share
Published by
News Desk