National

যানজট এড়িয়ে সাধারণের সঙ্গে মেট্রোয় গন্তব্যে প্রধানমন্ত্রী

Published by
News Desk

দিল্লির রাজপথের যানজট এড়িয়ে অল্প সময়ে গন্তব্যে পৌঁছতে দিল্লিবাসীর এখন অন্যতম ভরসা মেট্রো। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও সেই মেট্রোতেই সফর করলেন গন্তব্যে পৌঁছতে। দিল্লির ধৌলা কুঁয়া স্টেশন থেকে দ্বারকা স্টেশন পর্যন্ত মেট্রোতেই সফর করেন তিনি। প্রধানমন্ত্রীর এদিনের গন্তব্য ছিল দিল্লির দ্বারকায় ইন্ডিয়া ইন্টারন্যাশনাল কনভেনশন এন্ড এক্সপো সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে যোগদান। সেখানে পৌঁছতে প্রায় ২০ মিনিটের মেট্রো সফরের রাস্তায় হাঁটলেন প্রধানমন্ত্রী। আমজনতার সঙ্গে মেট্রোয় সফর করলেন তিনি।

স্বয়ং প্রধানমন্ত্রীকে তাঁদের সফরসঙ্গী হিসাবে পেয়ে আপ্লুত মেট্রোয় সফররত যাত্রীরাও। অনেকেই এসে তাঁর সঙ্গে দেখা করে করমর্দন করেন। একটা দুটো সৌজন্য বার্তা বিনিময়ও হয়। অনেকেই প্রধানমন্ত্রীর সঙ্গে ছবিও তোলেন। সকলের সঙ্গে বেশ খোশমেজাজেই সফর সম্পূর্ণ করেন প্রধানমন্ত্রী। তবে সফরকালে কামরায় সুরক্ষা কর্মীদের কড়া প্রহরা ছিল।

Share
Published by
News Desk