National

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে বাধা, বারাণসীতে বাস জ্বালালেন মহিলা

Published by
News Desk

বারাণসীর সংসদ তিনি। গত ১৭ সেপ্টেম্বর আবার ছিল তাঁর জন্মদিন। সেই উপলক্ষে তিনি গিয়েছিলেন বারাণসী। সোম ও মঙ্গলবার বারাণসীতেই ছিলেন তিনি। তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বারাণসীতে তাঁর সঙ্গে দেখা করতে নাকি চেষ্টা করেছিলেন পূর্বাঞ্চল জন আন্দোলন সমিতির সম্পাদক বন্দনা রঘুবংশী। অভিযোগ, অনেক চেষ্টা করেও প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে না পেরে একটি আস্ত বাস পুড়িয়ে দিলেন তিনি। ঘটনাটি ঘটেছে গত বুধবার সকালে বারাণসীতে। তবে ঘটনার জেরে কোনও হতাহতের ঘটনা না ঘটলেও পুড়ে ছাই হয়ে যায় বাসটির সিংহভাগ। ওই মহিলাকে গ্রেফতার করেছে পুলিশ।

জানা গেছে, বন্দনা রঘুবংশী নামক ওই মহিলা পৃথক রাজ্য পূর্বাঞ্চলের দাবিতে দীর্ঘদিন ধরেই সোচ্চার। গত অগাস্ট মাসে আমরণ অনশনেও বসেন তিনি। বেশ কয়েকদিন বাদে জোর করে তাঁর অনশন ভেঙে দেয় প্রশাসন। তারপরও তাঁর দাবি প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরতে বারবার প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার চেষ্টা চালান তিনি। কিন্তু প্রতিবারই পুলিশ তাঁকে আটকে দেয়।

জানা যায়, বারাণসী থেকে লখনউ যাওয়ার জন্য বিলাসবহুল ভলভো বাস রয়েছে উত্তরপ্রদেশ স্টেট ট্রান্সপোর্টের। বারাণসীর ক্যান্টনমেন্ট স্টেশনে দাঁড়িয়ে থাকা ওই বাস থেকে যাত্রীদের নামিয়ে ওই মহিলা পেট্রোল ছড়িয়ে বাসটিতে আগুন ধরিয়ে দেন। দমকল কর্মীরা ১ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনেন আগুন। ওই মহিলার বিশ্বাস এবার তাঁর দাবি প্রধানমন্ত্রীর কাছে ঠিক পৌঁছবে।

Share
Published by
News Desk