ছবি – সৌজন্যে – ট্যুইটার – @narendramodi
সদ্য সমাপ্ত এশিয়ান গেমসের আসর থেকে ভারতীয় পদক জয়ীদের সঙ্গে দেখা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার তাঁর বাসভবনে দেখা করেন তিনি। পদক জয়ীদের অভিনন্দন জানানোর পাশাপাশি তাঁদের আরও বড় লড়াইয়ের জন্য কঠিন পরিশ্রমের পরামর্শ দেন প্রধানমন্ত্রী। অলিম্পিকসের জন্য তৈরি হতে বলেন। এদিন সকলের সঙ্গে এক এক করে দেখা করেন প্রধানমন্ত্রী। কিছু কথাও হয়। সকলের সঙ্গে ছবিও তোলেন তিনি।
দেশের ক্রীড়া ক্ষেত্রের উন্নতি বিধানের কথা আগেই বলেছিলেন প্রধানমন্ত্রী। আগামী অলিম্পিকস থেকে যাতে অধিক সোনার পদক আসে তার জন্য প্রস্তুতির কথাও জানিয়েছিলেন। সম্প্রতি ক্রীড়ামন্ত্রী রাজ্যবর্ধন সিং রাঠোর মণিপুরে একটি ক্রীড়া বিশ্ববিদ্যালয় গড়া হবে বলেও ঘোষণা করেছেন। অন্যদিকে বিভিন্ন খেলায় ক্রমশ ভারতীয় ক্রীড়াবিদরা ভাল প্রদর্শন করছেন। ফলে সব মিলিয়ে দেশের ক্রীড়াক্ষেত্রের কিছুটা হলেও উন্নতি হচ্ছে। যার ছাপ এবারের এশিয়ান গেমসেই স্পষ্ট। এখন দেখার আগামী অলিম্পিকে ভারত কেমন ফল করতে পারে।
(প্রধানমন্ত্রীর ছবি – সৌজন্যে – ট্যুইটার – নরেন্দ্র মোদী)