Categories: National

মোদীকে ‘শাহেনশা’ বলে খোঁচা সনিয়ার

Published by
News Desk

নরেন্দ্র মোদী দেশের প্রধানমন্ত্রী। শাহেনশা নন। দেশের বহু এলাকা যেখানে খরায় আক্রান্ত। যেখানে কৃষকরা সমস্যায় দিন কাটাচ্ছেন। সেখানে সরকারের দ্বিতীয় বর্ষপূর্তি ঘিরে এই হৈচৈ ঠিক নয়। নরেন্দ্র মোদী সরকারের দ্বিতীয় বর্ষপূর্তি ঘিরে শেষ কয়েকদিন ধরে চলা বিভিন্ন অনুষ্ঠানকে কটাক্ষ করে এদিন এভাবে মুখ খুললেন কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধী। সরকারের বর্ষপূর্তিকে সামনে রেখে দিল্লি সহ বিভিন্ন জায়গায় আড়ম্বর ঘিরে ইতিমধ্যেই সরব হয়েছেন বিরোধীরা। সেই সমালোচনার আগুনেই এদিন ঘৃতাহুতি দিলেন সনিয়া। এদিন প্রধানমন্ত্রীর মন্ত্রিসভার অন্যান্য মন্ত্রীদেরও খোঁচা দিতে ছাড়েননি তিনি। সনিয়ার দাবি, মোদীকে তাঁর মন্ত্রীরাই শাহেনশা বানিয়ে উৎসব পালনে ব্যস্ত।

Share
Published by
News Desk