National

সন্ধ্যায় কেরালা যাচ্ছেন প্রধানমন্ত্রী

Published by
News Desk

কেরালার বন্যা পরিস্থিতি নিজেই খতিয়ে দেখতে চান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাই শুক্রবার সন্ধ্যায় কেরালার উদ্দেশে রওনা দেবেন তিনি। এদিন প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ী-র অন্ত্যেষ্টির জন্য সারাদিনই ব্যস্ত থাকতে হয় প্রধানমন্ত্রীকে। সেই দায়িত্ব পালন করেই তিনি পাড়ি দেবেন কেরালা।

শুক্রবার সকালে প্রধানমন্ত্রী কথা বলেন কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের সঙ্গে। বর্তমান বন্যা পরিস্থিতির খোঁজ নেন এবং ত্রাণ ব্যবস্থার সামগ্রিক পরিস্থিতি জেনে নেন। এরপরই তিনি সিদ্ধান্ত নেন কেরালা সফরের। বন্যায় ৮৭ জনের মৃত্যুর পর রাজনীতির উর্দ্ধে গিয়ে কেরালার মানুষের পাশে দাঁড়াতেই প্রধানমন্ত্রীর এই কেরালা সফর।

Share
Published by
News Desk