State

আহতদের দেখতে হাসপাতালে প্রধানমন্ত্রী, ট্যুইটে দুঃখ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রীও

Published by
News Desk

প্রধানমন্ত্রীর সভায় শামিয়ানা ভেঙে বিপত্তির পর সেই শামিয়ানার নিচে পড়ে অনেকেই আহত হন। অনেকের মাথায় লোহার বিম এসে লাগে। অনেকে আতঙ্কে অসুস্থ হয়ে পড়েন। তাঁদের মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে তাঁর বক্তব্য চলাকালীনই এই দুর্ঘটনায় বিব্রত প্রধানমন্ত্রীও। তিনি এদিন তাঁর পূর্ব নির্ধারিত কর্মসূচি বাতিল করে হাসপাতালে হাজির হন। সেখানে আহতদের সঙ্গে কথা বলেন। তাঁদের মনের জোর রাখার পরামর্শ দেন। কথা বলেন চিকিৎসকদের সঙ্গেও। আহতদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন তিনি। বেশ কিছুক্ষণ হাসপাতালে কাটানোর পর সেখান থেকে বেরিয়ে যান তিনি।

শামিয়ানা ভেঙে পড়ার ঘটনায় দুঃখ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। ট্যুইটারে দুঃখ প্রকাশ করেন তিনি। আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন। জানিয়ে দেন আহতদের চিকিৎসার সব বন্দোবস্ত রাজ্য সরকার করবে।

Share
Published by
News Desk