State

জওয়ানের কাটা যাওয়া বেতন ফিরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

Published by
News Desk

মানুষ মাত্রেই ভুল হয়। নদিয়ার মাহাতপুরে বিএসএফ জওয়ান সঞ্জীব কুমারও অজান্তে ভুল করে ফেলেছিলেন। গত ২১ ফেব্রুয়ারি ক্যাম্পে চলছিল জিরো প্যারেড অনুষ্ঠান। সেখানে নিয়ম অনুযায়ী রিপোর্ট পেশ করছিলেন জওয়ান। রিপোর্টে দেশের প্রধানমন্ত্রীর নামের আগে ‘শ্রী’ বা ‘মাননীয়’ যোগ করতে ভুলে যান সঞ্জীব কুমার। ভুল করে ‘মোদি প্রোগ্রাম’ কথাটা মুখ দিয়ে বেরিয়ে যায় তাঁর। সেই অপরাধে জওয়ানের ৭ দিনের বেতন কাটার নির্দেশ দেয় সর্বোচ্চ কর্তৃপক্ষ।

এই খবর গিয়ে পৌঁছয় প্রধানমন্ত্রীর কানে। ‘লঘু পাপে গুরু দণ্ড’ অবিলম্বে প্রত্যাহার করার নির্দেশ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যার ফলে এবারের মত শুধু সাবধানবাণী দিয়েই ছেড়ে দেওয়া হয়েছে সঞ্জীব কুমারকে।

Share
Published by
News Desk