National

যৌথ সাংবাদিক সম্মেলনে ঘুরিয়ে অতিথিকে বিঁধলেন প্রধানমন্ত্রী

যারা ধর্মকে হাতিয়ার করে দেশের অখণ্ডতা ভাঙার চেষ্টা করে তাদের কোনওভাবেই বরদাস্ত করা হবেনা। দেশের অখণ্ডতা, ঐক্য ও সার্বভৌমত্ব চ্যালেঞ্জের মুখে পড়লে তা কোনওভাবেই মেনে নেওয়া হবে না। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে পাশে দাঁড় করিয়ে যৌথ সাংবাদিক সম্মেলনে এই ভাষাতেই হুংকার দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নাম করেননি। কিন্তু এই বক্তব্যের লক্ষ্য যে স্বয়ং কানাডার প্রধানমন্ত্রীই তা মেনে নিচ্ছে রাজনৈতিক মহল। এমনিতেই জাস্টিন ট্রুডোর বিরুদ্ধে অভিযোগ রয়েছে তিনি খালিস্তানপন্থীদের প্রতি সহানুভূতিশীল। তার ওপর ভারত সফরকালেই এক নৈশভোজে তাঁর স্ত্রীর পাশে দেখা মিলেছে খালিস্তানপন্থী নেতা যশপাল অটওয়ালের। সব মিলিয়ে ভারত সরকার অতিথি প্রধানমন্ত্রীর প্রতি বড় একটা গদগদ কখনই ছিলনা। বরং ৮ দিনের ভারত সফররত কানাডার প্রধানমন্ত্রীর সঙ্গে তেমন একটা দহরমমহরম দেখা যায়নি কেন্দ্রের কারও। শুক্রবার অবশ্য প্রধানমন্ত্রীর সঙ্গে সপরিবারে সাক্ষাৎ করেন জাস্টিন ট্রুডো। দুজনের মধ্যে বেশ কিছুক্ষণ কথা হয়। পরে সাংবাদিক সম্মেলনে মোদী আশাপ্রকাশ করে বলেন দুই দেশ সন্ত্রাসবাদের বিরুদ্ধে যৌথ লড়াইয়ের সিদ্ধান্ত নিয়েছে। দুই দেশের কূটনীতিক স্তরে এর রূপরেখাও প্রস্তুত করা হচ্ছে।

প্রসঙ্গত ৮ দিনের ভারত সফরে স্ত্রী ও ৩ সন্তানের সঙ্গে তাজমহল, জামা মসজিদ ঘুরেছেন জাস্টিন ট্রুডো। প্রচুর ছবি তুলেছেন। পারিবার নিয়ে ছুটির মেজাজ ধরা পড়েছে। ভারতীয় পোশাকে নিজেকে সাজিয়ে তুলেছেন। গান্ধী আশ্রমে সপরিবারে চরকা কেটেছেন। কপিল দেব, আজহারউদ্দিনদের সঙ্গে ক্রিকেট খেলেছেন, ভাংড়া নেচেছেন। সবমিলিয়ে বেশ হাসিখুশিই ঠেকেছে তাঁকে। রাষ্ট্রনেতাসুলভ চালচলন তেমন দেখা যায়নি। এদিনও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আলিঙ্গনের পাশাপাশি পরিবার নিয়ে তাঁর সঙ্গে ছবি তোলেন। প্রধানমন্ত্রী মোদীর সামনেই তাঁর ছোট ছেলে কার্যত খেলার ছলে মেঝেতে শুয়ে পড়ে। ছবি তোলার সময়ে হাস্যমুখে ট্রুডোর মেয়ের কান ধরে মোদীকে খুনসুটিও করতে দেখা যায়। কে জানত এরপর সাংবাদিক সম্মেলনে প্রধানমন্ত্রী ঘুরিয়ে কথা শোনাতে চলেছেন জাস্টিনকে!

(প্রধানমন্ত্রীর ছবি – সৌজন্যে – ট্যুইটার – নরেন্দ্র মোদী)

News Desk

অন্যধারার খাবারেও দেশের সেরা কলকাতা, কামাল দেখাল ফুচকা, আলুপোস্ত

খাবার বললে কলকাতা শহরের জুড়ি নেই। এবার নতুন ধারনার খাদ্যাভ্যাসেও সেরা হল কলকাতা। তাও আবার…

November 26, 2025

স্ত্রীকে অন্তঃসত্ত্বা করতে প্রতিবেশিকে ভাড়া করেন স্বামী, তারপর ঘটল অন্য কাণ্ড

তিনি শারীরিকভাবে অপারগ। এটা জানার পর এক ব্যক্তি তাঁর প্রতিবেশিকে ভাড়া করেন তাঁর স্ত্রীকে অন্তঃসত্ত্বা…

November 26, 2025

মেঘের পিছনে স্ট্র্যাটোস্ফিয়ার ঘুরে এল রঙিন পুতুল, আকাশ থেকে কোথায় নামল সেটাই রহস্য

তাকে ফিরে পেতে এখন হন্যে হয়ে খুঁজছেন সকলে। যে সে পুতুল নয়। একাই স্ট্র্যাটোস্ফিয়ার ঘুরে…

November 26, 2025

২৭ বছর ধরে হেঁটে চলেছেন তিনি, হেঁটে পৃথিবী ভ্রমণ করতে গিয়ে সমুদ্রও হেঁটেই পেরিয়েছেন

২৭ বছরে কোনও যানবাহনে ওঠেননি তিনি। এমনকি কোনও নৌকা বা গরুর গাড়িতেও নয়। স্রেফ পায়ে…

November 26, 2025

মেষ রাশির বৃহস্পতিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২৭ নভেম্বর, ২০২৫

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

November 26, 2025

বৃষ রাশির বৃহস্পতিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২৭ নভেম্বর, ২০২৫

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

November 26, 2025