National

উভচর যানে সওয়ার হয়ে আকাশে উড়লেন প্রধানমন্ত্রী

Published by
News Desk

ভারতের মাটিতে প্রথমবার কোনও সি প্লেন উড়ল। জলের মধ্যে দিয়ে ভেসে গিয়ে আকাশে ডানা মেলা এই অদ্ভুত উভচর যানের প্রথম সওয়ারি হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আমেদাবাদে সবরমতি নদীর বুকচিরে আকাশে উড়ে যাওয়া সি প্লেনটিতে করে ৩৫ মিনিটের যাত্রাপথ অতিক্রম করেন প্রধানমন্ত্রী।

পৌঁছে যান ১৮০ কিলোমিটার দূরের গন্তব্য ধারোই ড্যামে। সেখানেই জলের মধ্যে ল্যান্ড করে সি প্লেনটি। সেখান থেকে প্রধানমন্ত্রী মেহসানার আম্বাজি মন্দিরে পুজো দিতে রওয়া হন। পুজো দিয়ে বেলার দিকে তিনি আমেদাবাদ ফেরত আসেন।

(প্রধানমন্ত্রীর ছবি – সৌজন্যে – ট্যুইটার – নরেন্দ্র মোদী)

Share
Published by
News Desk