Kolkata

নারদ কাণ্ডে ১৩ জনের বিরুদ্ধে এফআইআর

Published by
News Desk

নারদ কাণ্ডে তৃণমূলের কপালের ভাঁজ আরও পুরু করল সিবিআই। এদিন ১৩ জনের বিরুদ্ধে দুর্নীতি দমন আইনে মামলা করল তারা। সিবিআই সূত্রের খবর, নারদ কাণ্ডে ছবিতে যাঁদের টাকা নিতে দেখা গিয়েছিল, তাঁদের সকলের বিরুদ্ধেই এফআইআর দায়ের হয়েছে। প্রত্যেককেই সম্ভবত ডেকে পাঠিয়ে জিজ্ঞাসাবাদ করতে চলেছে সিবিআই। ছবির সত্যতা নিয়ে যাবতীয় বিতর্কের অবসানের পর এখন যাঁদের ছবি দেখা গেছে তাঁদের বিরুদ্ধে এফআইআর প্রত্যেকে চাপে ফেলে দিল। এদিকে এদিনের সিবিআই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন নারদ নিউজের সিইও ম্যাথু স্যামুয়েল।

 

Share
Published by
News Desk
Tags: Kolkata News

Recent Posts