National

ম্যাথু ও তাঁর পরিবারের প্রাণসংশয়ের আশঙ্কা করে পুলিশে অভিযোগ দায়ের

Published by
News Desk

তাঁর ও তাঁর পরিবারের পিছু নিয়েছে অচেনা কয়েকজন। কোচিতে তাঁর পিছু নেওয়া হচ্ছে। গত মঙ্গলবার থেকেই পিছু নেওয়া হচ্ছে। একইভাবে দিল্লিতে পিছু নেওয়া হয়েছে তাঁর পরিবারের। ফলে প্রাণসংশয়ের আশঙ্কা করছেন তিনি। এমনই আশঙ্কা প্রকাশ করে একই সঙ্গে দিল্লি ও কোচিতে পুলিশে অভিযোগ দায়ের করলেন নারদ নিউজের সিইও ম্যাথু স্যামুয়েল। কলকাতা হাইকোর্ট নারদ কাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশ দেওয়ার পর ফের নড়েচড়ে বসেছে এই হাইপ্রোফাইল স্টিং তদন্ত। সুপ্রিম কোর্টও গত মঙ্গলবার সিবিআই তদন্তের নির্দেশ বহাল রেখেছে। তারপরই ম্যাথু স্যামুয়েলের এই অভিযোগ অন্য মাত্রা যোগ করল।

 

Share