Categories: Kolkata

ম্যাথু স্যামুয়েলকে আইনি নোটিস

Published by
News Desk

নারদ স্টিং কাণ্ডে তদন্তের স্বার্থে নারদ সিইও ম্যাথু স্যামুয়েলকে এবার আইনি নোটিস পাঠাল লালবাজার। লালবাজার নারদ তদন্তে এর আগে কয়েকবার ম্যাথুকে ডেকে পাঠালেও সে ডাকে সাড়া দেননি তিনি। যুক্তি দিয়েছিলেন বিষয়টি হাইকোর্টের বিচারাধীন। তাই তিনি একই বিষয়ে অন্য কোনও তদন্তে সহযোগিতা করতে পারবেন না। কিন্তু লালবাজারের পাল্টা যুক্তি হল নারদ কাণ্ডে ইতিমধ্যেই আইএএস এসএমএইচ মির্জা ও তৃণমূল বিধায়ক ইকবাল আহমেদকে জিজ্ঞাসাবাদ করেছেন তদন্তকারী আধিকারিকরা। সেখানে বারবার ম্যাথু স্যামুয়েলের নাম উঠে এসেছে। তাই তদন্ত এগিয়ে নিয়ে যেতে ম্যাথুকে জিজ্ঞাসাবাদ জরুরি। তাই ম্যাথুকে আইনি নোটিস পাঠিয়ে ডেকে পাঠানোর জন্য এদিন ব্যাঙ্কশাল আদালতের দ্বারস্থ হয় লালবাজার। আদালত তাদের যুক্তিকে মান্যতা দিয়ে ম্যাথু স্যামুয়েলকে ৭ দিনের মধ্যে লালবাজারে হাজির হওয়ার নোটিস জারি করেছে।

Share
Published by
News Desk
Tags: Kolkata News

Recent Posts