Categories: Kolkata

নারদ কাণ্ডে মির্জাকে জেরা

Published by
News Desk

নারদ স্টিং ফুটেজে আইপিএস আধিকারিক সৈয়দ মোস্তাফা হোসেন মির্জাকে টাকা নিতে দেখা গিয়েছিল। সে বিষয়ে জিজ্ঞাসাবাদ করতে সমন পাঠিয়ে তাঁকে এদিন লালবাজারে ডেকে পাঠান কলকাতা পুলিশের গোয়েন্দা প্রধান বিশাল গর্গ। সেইমত এদিন সকালে লালবাজারে হাজির হন মির্জা। বেলা থেকে তাঁকে বিশাল গর্গ সহ অন্যান্য আধিকারিকরা জিজ্ঞাসাবাদ শুরু করেন। পুলিশ সূত্রের খবর, মির্জার বয়ান রেকর্ড করা হয়। গোটা জিজ্ঞাসাবাদ পর্বের ভিডিও তুলে রাখা হয়। নারদ স্টিংয়ের সময় বর্ধমানের পুলিশ সুপারের দায়িত্বে ছিলেন মির্জা।

Share
Published by
News Desk
Tags: Kolkata News

Recent Posts