Entertainment

হলিউডের বিখ্যাত সিনেমায় সুযোগ পেয়েও ছেড়েছিলেন কেন জানালেন নানা পাটেকর

লিওনার্দো ডিক্যাপ্রিও, টাইটানিক সিনেমার জ্যাক, হলিউডের অন্যতম সুপারস্টার। তাঁর সঙ্গে একই সিনেমায় অভিনয়ের ডাক পেয়েও ছেড়ে দিয়েছিলেন নানা পাটেকর। কেন জানালেন এতদিনে।

Published by
News Desk

টাইটানিক সিনেমার হিরো আর হিরোইনকে কেউ ভুলতে পারেননি। জ্যাক নামে সেই তরুণ ছেলেটির ভূমিকায় অভিনয় করেছিলেন লিওনার্দো ডিক্যাপ্রিও। যিনি এখন হলিউডের অন্যতম সুপারস্টারও। একের পর এক হিট সিনেমায় অভিনয় করেছেন লিও। তাঁর একটি বিখ্যাত সিনেমা ‘বডি অফ লাইজ’।

২০০৮ সালের সেই সিনেমায় লিওনার্দোর সঙ্গে ছিলেন রাসেল ক্রো-র মত অভিনেতাও। সেই সিনেমায় নানা পাটেকরকে অভিনয় করার জন্য অফার করা হয়েছিল।

কিন্তু নানা সেই অফার গ্রহণ করেননি। হলিউডের এমন এক তারকাখচিত সিনেমায় অভিনয়ের সুযোগ পেয়েও কেন অভিনয় করলেন না নানা? এতদিন পর সেকথা সকলের সামনে প্রকাশ করলেন।

নানা জানিয়েছেন, তিনি ইংরাজি ভাষায় অতটাও সড়গড় নন যে সেটা তিনি অনর্গল বলে যেতে পারেন। হয়তো মনে করে, দেখে বলতে পারতেন। কিন্তু সেটা তিনি করেননি।

ইংরাজি বলতে পারায় দুর্বলতার কথা স্বীকার করার পাশাপাশি নানা জানান ওই সিনেমায় তাঁকে একজন সন্ত্রাসবাদীর চরিত্রে অভিনয় করার কথা বলা হয়েছিল। কিন্তু তিনি নিজে একজন সন্ত্রাসবাদীর ভূমিকায় অভিনয় করতে পছন্দ করেন না। অমন চরিত্রে তিনি অভিনয় করেন না। তাই সে কথা মাথায় রেখেও তিনি বডি অব লাইজ সিনেমার অফার ফিরিয়ে দেন।

বলিউডে নিজের একটা আলাদা অভিনয় ধারার জন্য নানা পাটেকর অবশ্যই অত্যন্ত পরিচিত মুখ। বেশ কিছুদিন পর্দার আড়ালে থাকার পর ফের তাঁকে দেখা যেতে চলেছে বিবেক অগ্নিহোত্রীর সিনেমা ‘দ্যা ভ্যাক্সিন ওয়ার’-এ। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk