SciTech

এমন জিরাফও পৃথিবীতে আছে, বিশ্বাস করতে পারছেন না বিশেষজ্ঞরাও

জিরাফ প্রাণিটি সম্বন্ধে একটা ধারনা সকলেরই আছে। লম্বা গলা। সারা গা জুড়ে ছোপ ছোপ দাগ। কিন্তু জিরাফ যে এমনও হতে পারে তা অনেক বিশেষজ্ঞেরও বিশ্বাস করতে কষ্ট হচ্ছে।

Published by
News Desk

জিরাফ প্রাণিটিকে দেখেই চেনার ২টি উপায়। এক তার লম্বা গলা। আর দ্বিতীয় তার শরীর জুড়ে ছোপ ছোপ দাগ। এ ২টিই হল জিরাফ চেনার সহজ উপায়। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের টেনেসির একটি চিড়িয়াখানা প্রথম জানিয়েছিল তাদের কাছে এমন এক জিরাফ রয়েছে যার গায়ে এমন ছোপ ছোপ দাগ নেই।

তাহলে কি অন্য কোনও প্রাণি? তা কিন্তু নয়। ওটা জিরাফই ছিল। ফলে বিশ্বের অন্যতম আশ্চর্য ওই জিরাফই ছিল বিশ্বের একমাত্র জিরাফ যার গায়ে কোনও ছোপ ছোপ দাগ ছিলনা। পুরোটাই ছিল খয়েরি রংয়ের চামড়া।

কিন্তু হালেই এমন আর এক জিরাফের খোঁজ মিলেছে। যা বিশ্বের সাধারণ মানুষের পাশাপাশি বিশেষজ্ঞদেরও চমক দিয়েছে। এটি মিলেছে আফ্রিকার নামিবিয়ার একটি অভয়ারণ্যে।

সেখানে একটি শিশু জিরাফের খোঁজ মিলেছে তার গায়ে কোনও ছোপ নেই। এখানেও প্রশ্ন উঠেছিল ওটা জিরাফই তো? বিশেষজ্ঞেরা নিশ্চিত ওটা জিরাফ। ফলে এখন বিশ্বে এমন ২টি জিরাফ হল যাদের গায়ে কোনও ছোপ নেই।

এটা যেমন ভাবতে অবাক লাগে যে জেব্রার গায়ে সাদাকালো ডোরা নেই, রয়্যাল বেঙ্গল টাইগারের গায়ে হলুদ কালো ডোরা নেই বা চিতাবাঘের গায়ে কালো কালো ছোপ নেই, তেমনই এটাও ভাবতে অবাক লাগে যে জিরাফের গায়ে ছোপ নেই!

নামিবিয়ার দাগহীন জিরাফ, ছবি – সৌজন্যে – ফেসবুক – @giraffeconservationfoundation

নামিবিয়ার মাউন্ট এটজো সাফারি লজে যে ছোপহীন অ্যাঙ্গোলিয়ান জিরাফটি পাওয়া গিয়েছে তা জীবজগতে এক চমক বলেই মনে করছেন বিশেষজ্ঞেরা। তবে এর আগে জাপানের একটি চিড়িয়াখানায় অনেক আগেই এমন এক জিরাফের খোঁজ মিলেছিল।

Share
Published by
News Desk

Recent Posts