Entertainment

ব্যাড বয় দিয়ে হাতেখড়ি হল মিঠুনের ছোট ছেলের

মিঠুনের ছোট ছেলে নমশি তাঁর ডেবিউ সিনেমার শ্যুটিং প্রায় সেরে ফেলেছেন। বাকি শুধু গানের শ্যুটিং।

Published by
News Desk

মুম্বই : বলিউড সুপারস্টার মিঠুন চক্রবর্তীর বড় ছেলে মহাক্ষয় চক্রবর্তী বলিউডে পা রেখেছেন ১১ বছর হয়ে গেল। ২০০৮ সালে ‘জিমি’ নামে একটি সিনেমা দিয়ে হাতেখড়ি হয় মহাক্ষয়ের। যদিও বাবার মত বলিউডে নিজের আলাদা জায়গা তৈরি এখনও করতে ব্যর্থ মহাক্ষয়। এবার দাদার পিছু পিছু ছোটভাইও পা দিলেন এই রুপোলী দুনিয়ায়।

মিঠুনের ছোট ছেলে নমশি তাঁর ডেবিউ সিনেমার শ্যুটিং প্রায় সেরে ফেলেছেন। বাকি শুধু গানের শ্যুটিং। সিনেমার নাম ব্যাড বয়। সিনেমায় হিরো নমশির সঙ্গে ডেবিউ করছেন নায়িকাও। প্রযোজক সাজিদ কুরেশির মেয়ে আমরিন-ও এই সিনেমা দিয়েই পা দিলেন বলিউডের রুপোলী দুনিয়ায়। ব্যাড বয় সিনেমাটির প্রযোজকও সাজিদ কুরেশিই। সিনেমার পরিচালক রাজকুমার সন্তোষী।

ব্যাড বয় মূলত রোমান্টিক কমেডি ধর্মী সিনেমা। সিনেমায় নায়ক-নায়িকা, দুজনের মুখই নতুন। রাজকুমার সন্তোষী ঘরানার সিনেমাই হতে চলেছে এটি বলেই মনে করছেন সকলে। সিনেমার শ্যুটিং মাত্র ৬০ দিনেই শেষ হয়েছে। এখন বাকি শুধু গানের শ্যুটিং। সেটা সম্পূর্ণ হলেই সিনেমার পোস্ট প্রোডাকশনের কাজ শুরু হবে। তবে ঠিক কবে এটি হলে আত্মপ্রকাশ করবে সে সম্বন্ধে এখনও কোনও ধারনা দিতে পারেননি প্রযোজক। এদিকে ছোট ছেলের প্রথম ছবি। ফলে মিঠুন চক্রবর্তীর একটা উত্তেজনা তো থাকবেই। তবে ছোট ছেলের আত্মপ্রকাশ নিয়ে মিঠুন নিজে এখনও কিছু জানাননি। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk