Feature

বাংলার কাছেই ছিল বিশ্বের প্রথম আবাসিক বিশ্ববিদ্যালয়, ছিল ৯০ লক্ষ বই

ভারতের তরফ থেকে অসংখ্য দান রয়েছে বিশ্বে। ভারতই প্রথম সেসব চিনিয়েছিল দুনিয়াকে। বিশ্বের প্রথম আবাসিক বিশ্ববিদ্যালয়টিও ভারতেই প্রথম তৈরি হয়েছিল।

Published by
News Desk

তখন বিশ্বের কেউ ভাবতেই পারতেন না এমন একটি শিক্ষাঙ্গন থাকা সম্ভব। ভারতই সেই দেশ যারা প্রথম এমন এক ভাবনা উপহার দিয়েছিল। তৈরি হয়েছিল বিশ্বের প্রথম আবাসিক আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়।

এখন ভারতের অনেক ছাত্র বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে পাড়ি দেন। কিন্তু সে সময় বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষ হাজির হতেন ভারতে পড়াশোনা করতে। কারণ এমন সুযোগ বিশ্বের আর কোথাও ছিলনা।

৪২৭ খ্রিস্টাব্দে তৈরি হয়েছিল এই বিশ্ববিদ্যালয়। যেখানে সেই সময় ১০ হাজার ছাত্র থেকে পড়াশোনা করার সুযোগ পেতেন। মেধাবী ছাত্ররাই সুযোগ পেতেন এখানে পড়াশোনা করার।

সেইসময় ৯০ লক্ষ বই ছিল এই বিশ্ববিদ্যালয়ের ভাণ্ডারে। চিন, কোরিয়া, জাপান, তুরস্ক, পারস্য সহ বিভিন্ন দেশ থেকে এখানে মেধাবী ছাত্ররা হাজির হতেন পড়াশোনা করতে। উচ্চশিক্ষার জন্য তাঁরা এখানে থেকে পড়াশোনা করতেন।

ভারতের এই বিশ্ববিদ্যালয় এখনও বিশ্ব শিক্ষা ইতিহাসের এক উজ্জ্বলতম অধ্যায়। অধুনা বিহারের রাজগিরে তৈরি হয়েছিল নালন্দা বিশ্ববিদ্যালয়। সে সময় বিশ্বের সেরা শিক্ষাঙ্গনে পরিণত হয়েছিল এই উচ্চশিক্ষা প্রতিষ্ঠান। পৃথিবী জুড়ে তার নাম ছড়িয়ে পড়েছিল।

জ্ঞানচর্চার অন্যতম ক্ষেত্র এই নালন্দা বিশ্ববিদ্যালয় এখন আর নেই। তবে তার লাল ইটের ধ্বংসস্তূপ, ঐতিহাসিক নিদর্শন হয়ে রয়ে গেছে। যা দেখতে বহু মানুষ হাজির হন এখানে। বৌদ্ধ দর্শন চর্চার অন্যতম ক্ষেত্র ছিল এই নালন্দা বিশ্ববিদ্যালয়।

Share
Published by
News Desk

Recent Posts