ফাইল : মুথাইয়া মুরলীধরণ, ছবি - আইএএনএস
শ্রীলঙ্কার ক্রিকেট ইতিহাসে তো বটেই, বিশ্ব ক্রিকেট ইতিহাসেও তিনি স্পিনের যাদুকর। তিনি মুথাইয়া মুরলীধরণ। শ্রীলঙ্কার এই কিংবদন্তি স্পিনারের ঝুলিতে রয়েছে টেস্ট ক্রিকেটে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার কৃতিত্ব।
মুরলীধরণ তাঁর ক্রিকেট জীবনে টেস্ট ক্রিকেটে ৮০০ উইকেট নিয়ে এক অবিস্মরণীয় প্রতিভা হয়ে আছেন। সেই মুরলীধরণ এটা নিয়ে অত্যন্ত স্বস্তিতে আছেন যে তাঁর সেই টেস্ট ক্রিকেটে স্পিনার হিসাবে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার রেকর্ড কেউ ছুঁতেও পারবেন না। কোনও কালেই পারবেন না।
মুরলীর পিছনেই রয়েছেন ৫৩০ উইকেট নেওয়া অস্ট্রেলিয়ার নাথান লিয়ঁ। তৃতীয় স্থানে রয়েছেন ভারতের রবিচন্দ্রন অশ্বিন। তাঁর ঝুলিতে রয়েছে ৫১৬ উইকেট।
কীভাবে এতটা নিশ্চিত হচ্ছেন মুরলী যে তাঁর রেকর্ড কেউ কোনও দিন ভাঙতে পারবেন না? এই স্বস্তি তাঁর মনের মধ্যে থাকা একটি ভয় থেকে জন্ম নিয়েছে। মুথাইয়া মুরলীধরণ মনে করেন, টেস্টে ক্রিকেটের ভবিষ্যৎ কার্যত অন্ধকার। এখনই প্রতিটি দল বছরে ৬ থেকে ৭টি টেস্ট খেলছে।
অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড হয়তো নিজেদের মধ্যে অ্যাসেজও খেলছে। কিন্তু সারাবছরে টেস্ট ম্যাচ যা হওয়া উচিত তার পাশে বর্তমান সংখ্যাটা কিছুই নয়।
টেস্ট ক্রিকেট খেলা যেভাবে কমছে তাতে তা আগামী দিনে কতটা বেঁচে থাকবে তা নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন মুরলী। আবার সেই ভরসাতেই তিনি মনে করছেন টেস্ট ক্রিকেট যে হারে কমছে তাতে তাঁর ৮০০ উইকেটের রেকর্ড ছোঁয়া টেস্টে কার্যত কারও পক্ষে দুঃসাধ্য। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা