Categories: National

প্রবল বৃষ্টিতে বানভাসি মুম্বই

Published by
News Desk

বর্ষায় কয়েকদিন মুম্বই জলের তলায় থাকবে এটাই স্বাভাবিক। সেই স্বাভাবিক ইতিহাসের পুনরাবৃত্তি হল শুক্রবার। একটানা ঝেঁপে বৃষ্টিতে ভেসে গেল মুম্বই। আন্ধেরি, মাতুঙ্গা সহ শহরের অপেক্ষাকৃত নিচু এলাকাগুলো জলের তলায় চলে গেছে। বহু বাড়ির একতলা জলের তলায়। অনেক রাস্তায় যান চলাচল স্তব্ধ হয়ে গেছে। বিঘ্নিত হয়েছে মুম্বই-এর লাইফলাইন বলে খ্যাত রেল যোগাযোগও। লাইনে জল থাকায় ট্রেন চলাচল অনেক জায়গায় ব্যাহত হয়েছে। শেষ একদিনে বর্ষার বৃষ্টির একটু বেশিই কৃপাদৃষ্টি পড়েছে এ শহরে। বৃহস্পতিবার সন্ধে থেকে যে বৃষ্টি শুরু হয়েছিল তা থেমেছে শুক্রবার ভোরে। বৃষ্টি হয়েছে ৮১ মিলিমিটার। এতে ফল যা হওয়ার তাই হয়েছে। মুম্বই আপাতত বানভাসি। গুজরাটের কাছে সৃষ্টি হওয়া একটি ঘূর্ণিঝড় অবস্থা আরও জটিল করে তুলতে পারে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।

Share
Published by
News Desk