National

প্রবল বৃষ্টিতে বানভাসি মুম্বই, জলের তলায় শহরের অনেক এলাকা

Published by
News Desk

বর্ষায় মুম্বই অচল করা বৃষ্টি নতুন কিছু নয়। প্রতি বছরই কয়েকটা দিন মুম্বই স্তব্ধ হয়ে যায় মুষলধারার বৃষ্টিতে। এবার তা যেন একটু তাড়াতাড়িই শুরু হয়েছে। প্রাক বর্ষার বৃষ্টিতেই মুম্বই এবার বানভাসি চেহারা নিয়েছিল। গত রবিবার থেকে ফের শুরু হয় প্রবল বৃষ্টি। রবিবারই কয়েকটা নিচু এলাকায় জল জমে যায়। সোমবার সকাল থেকে মুষলধারায় শুরু হয় বৃষ্টি। ফলে দ্রুত অবস্থার অবনতি হতে থাকে। শহর স্তব্ধ হতে থাকে। মুম্বইয়ের লাইফ লাইন বলে বিখ্যাত লোকাল ট্রেনের যাতায়াতে প্রভাব পড়ে। ট্রেন বাতিল না হলেও অনেক ট্রেন কম দৃশ্যমানতার জন্য দেরিতে চলছে। অনেক দূরপাল্লার ট্রেনের সময়ে রদবদল করা হয়েছে।

মুম্বইয়ের দাদর, সান্তাক্রুজ, আন্ধেরির কিছু এলাকা, ধারাবি, বাইকুল্লা সহ বিভিন্ন এলাকায় রাস্তায় জল দাঁড়িয়ে বিপর্যস্ত যান চলাচল। এদিকে এই বৃষ্টি এখনই থামবে না বলেই জানিয়েছে হাওয়া অফিস। ফলে মুম্বইয়ের অবস্থা আরও খারাপের দিকে যেতে পারে বলেই আশঙ্কা। এরমধ্যেই সোমবার কাকভোরে ওয়াডালা এলাকায় একটি বহুতল আবাসনের বিশাল পার্কিং প্লেস মাটিতে বসে যায়। প্রায় ৩০ ফুট গভীরে নেমে যায় বিশাল এলাকা। অনেক গাড়িকে মাটির অনেক নিচে ধ্বংসস্তূপের মধ্যে পড়ে থাকতে দেখা যায়। কীভাবে এমন নিম্নমানের নির্মাণের সবুজ সংকেত মিলছে তা নিয়ে স্থানীয় লোকজন প্রশ্ন তুলে দিয়েছেন।

Share
Published by
News Desk