National

প্রবল বৃষ্টিতে ব্যাহত মুম্বইয়ের জনজীবন, অনেক এলাকা জলের তলায়

Published by
News Desk

এখনও বর্ষা আসেনি। তার আগে প্রাক-বর্ষার বৃষ্টিতেই ত্রাহি ত্রাহি ডাক ছাড়তে বাকি রেখেছেন মুম্বইবাসী। ১-২ দিন অন্তরই এমন প্রবল বর্ষণ হচ্ছে যে থমকে যাচ্ছে বাণিজ্য নগরীর জনজীবন। এমনিতেই মুম্বইতে প্রবল বৃষ্টি মুম্বই লাইফ লাইনের জন্য অশনি সংকেত। কারণ মুম্বই লাইফ লাইন বলে পরিচিত ট্রেন চলাচল লাইনের ওপর জল জমার কারণে অনেক জায়গায় বন্ধ হয়ে যায়। তার ওপর রাস্তাও বানভাসি চেহারা নেয়। বৃহস্পতিবারের প্রবল বৃষ্টিতেও আন্ধেরি, দাদর, বোরিভেলি, বান্দ্রা, পারেল সহ বিভিন্ন এলাকা জলের তলায় চলে যায়। অনেক রাস্তায় যান চলাচল ব্যাহত হয়। জল জমার কারণে গাড়ি এগোচ্ছে শম্বুক গতিতে। ফলে প্রবল যানজটের সৃষ্টি হয়।

হাওয়া অফিস জানিয়েছে, এদিনের বৃষ্টি প্রাক-বর্ষার বৃষ্টি। গোয়ায় বৃহস্পতিবার বর্ষা ঢুকে পড়েছে। এই সপ্তাহের শেষের দিকেই গুজরাটে পৌঁছে যাবে বর্ষা। ক্রমশ ছড়িয়ে পড়বে পশ্চিম ভারতে। এদিকে মুম্বইতে প্রতি বছরই বর্ষায় কয়েকটা দিন ভয়ংকর পরিস্থিতির সৃষ্টি হয়। বহু মানুষ বাড়ি ফিরতে হিমসিম খান। বৃহস্পতিবারের বৃষ্টিতে মুম্বইতে ট্রেন ও সড়ক পরিবহণের পাশাপাশি ব্যাহত হয়েছে বিমান চলাচলও। বেশ কিছু বিমানকে রুট বদল করে অন্যত্র অবতরণ করাতে হয়েছে।

Share
Published by
News Desk