National

অবিশ্রান্ত বৃষ্টি, বন্ধ স্কুল কলেজ, বানভাসি মায়ানগরী, জারি লাল সতর্কতা, স্তব্ধ জনজীবন

বৃষ্টি হতেই থাকছে। অবিশ্রান্ত বৃষ্টি। এমন বৃষ্টি বছরের হাতেগোনা কয়েকটা দিন হয়। আর তাতেই স্তব্ধ হয় মায়ানগরীর জনজীবন। এদিন সেই পরিস্থিতির মুখে গোটা শহর।

Published by
News Desk

টানা বৃষ্টি চলছিল গত কয়েকদিন ধরেই। গত একদিনে তা মাত্রা ছাড়িয়েছে। অবিশ্রান্ত বৃষ্টিতে মায়ানগরী মুম্বই জলের তলায়। সবচেয়ে খারাপ অবস্থা লোখান্ডওয়ালা, আন্ধেরি, সিওন, কানজুরমার্গ এবং নবি মুম্বইয়ের।

মুম্বই শহরের অনেক জায়গায় জল দাঁড়িয়ে গেছে। রাস্তায় গাড়ির লম্বা লাইন। কখন যে সেসব গাড়ি গন্তব্যে পৌঁছবে তা অজানা। সব স্কুল, কলেজ বন্ধ। শহরবাসীকে কার্যত ঘরে থাকার পরামর্শই দিয়েছে পুরসভা।

বৃষ্টি থামার নাম নিচ্ছে না। আবহাওয়া দফতর জানিয়ে দিয়েছে বৃষ্টি চলবে। এমনকি আরও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে মুম্বইয়ের কিছু অংশে। লাল সতর্কতাও জারি করেছে আবহাওয়া দফতর।

ফলে বৃষ্টির হাত থেকে যে রেহাই মিলবে এমন কোনও সম্ভাবনা এখনই নেই। আর বৃষ্টি যদি আরও হয় তাহলে পরিস্থিতি আরও জটিল আকার নেবে বলেই মনে করা হচ্ছে।

সপ্তাহের প্রথম দিনেই কার্যত স্তব্ধ হয়ে গেল মুম্বই শহরের জনজীবন। শহরের পূর্ব ও পশ্চিম শহরতলীতে বৃষ্টির পরিমাণ আরও বেশি। ফলে সেখানকার পরিস্থিতি আরও শোচনীয়।

মুম্বইয়ের লাইফ লাইন বলে খ্যাত সেখানকার লোকাল ট্রেন একদম চলাচল বন্ধ না করলেও অনেক দেরিতে চলছে। ধাক্কা খেয়েছে বিমানবন্দরও। অনেক বিমানই তার সময়ে ছাড়তে পারছেনা।

বৃষ্টির জন্য রাস্তায় লোকজনও কম। অনেকেই অফিস পৌঁছতে পারেননি। শুধু মুম্বই বলেই নয়, মহারাষ্ট্রের একটা বড় অংশ জুড়েই প্রবল বৃষ্টি চলছে। ফলে রাজ্যের অনেক জায়গায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

Share
Published by
News Desk