National

১০৭ বছরের রেকর্ড ভেঙে বৃষ্টিতে ভিজল বাণিজ্য নগরী

১০৭ বছরের রেকর্ড ভেঙে গেল। বৃষ্টিতে ভেসে গেল বাণিজ্য নগরী। ৬৯ বছরে এই সময় বর্ষা দেখল শহর। জলে ভাঙল একের পর এক রেকর্ড।

১০৭ বছরের রেকর্ড ভেঙে তছনছ হয়ে গেল। এ শহর প্রাক বর্ষার প্রবল বৃষ্টি দেখেছে। শহর স্তব্ধ হয়েছে সেই বৃষ্টিতেই। বর্ষায় প্রতিবছর একাধিক দিন স্তব্ধ হয়ে যায় শহর। জলে ডুবে যায় শহরের অধিকাংশ এলাকা।

বাণিজ্য নগরীর এ রূপ দেখে অনেকেই অভ্যস্ত। এবার কিন্তু প্রাক বর্ষা নয়, একেবারে বর্ষা প্রবেশ করেই ভাসিয়ে দিল গোটা শহরকে। ব্যাহত হল রেল ও সড়ক যোগাযোগ। বিমান চলাচলেও প্রভাব পড়েছে।


৬৯ বছরে এত আগে কখনও বর্ষা প্রবেশ করেনি মায়ানগরী মুম্বইতে। এ সময় প্রবল গরমের দহন জ্বালা সহ্য করে এ শহর। এত আগে বর্ষা দেখেননি এ শহরের বহু পুরনো বাসিন্দাই।

এবার সেটা দেখে ফেললেন তাঁরা। ৬৯ বছর পর ২৬ মেতেই বর্ষা প্রবেশ করল এ শহরে। আর ঢুকতেই বানভাসি হল শহর। মুম্বইতে বর্ষা প্রবেশের খাতায় কলমে তারিখ হল ১১ জুন।


মে মাসে এ শহরে প্রাক বর্ষার বৃষ্টি হলেও এত বৃষ্টি হয়নি। কারণ সোমবার শহর বানভাসি হওয়ার আগেও মুম্বই এবার ভাল বৃষ্টি পেয়েছে মে মাস জুড়ে। আর সেটাই ভেঙে দিয়েছে ১০৭ বছরের রেকর্ড। ১০৭ বছরে এই প্রথম মে মাসে এত বৃষ্টি পেল আরবসাগরের ধারের শহরটি।

সোমবার মুম্বই শহর প্রবল বৃষ্টিতে বানভাসি হয়েছে। গত রবিবার থেকেই মহারাষ্ট্রের একটা বড় অংশ বৃষ্টিতে ভিজছিল। সোমবার মুম্বই সহ মহারাষ্ট্রের উপকূলীয় এলাকার অনেক জায়গায় লাল সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। প্রবল বৃষ্টির পূর্বাভাস দিয়েই এই লাল সতর্কতা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *