ফাইল : প্রবল বর্ষণে ভাসছে মুম্বইয়ের রেললাইন, ছবি - আইএএনএস
মুম্বই : বর্ষা সারা দেশে ছড়িয়ে পড়েছে জুনেই। কিন্তু মুম্বইতে বৃষ্টি হচ্ছিল না। বরং ভ্যাপসা গরমে অতিষ্ঠ হয়ে উঠেছিলেন মুম্বই সহ কোঙ্কণ উপকূলের বিস্তীর্ণ এলাকার মানুষ। অস্বস্তিকর গরমে নাজেহাল হচ্ছিলেন তাঁরা। সেই মুম্বইতে অবশেষে শুক্রবার বৃষ্টি নামে। আর বর্ষার প্রথম বৃষ্টিতেই কার্যত মুম্বইয়ের বানভাসি চেনা ছবি উঠে এল সামনে। বহু এলাকা জলের তলায় চলে গেছে। বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হয় এদিন। প্রচুর বাজ পড়েছে প্রবল বৃষ্টির সঙ্গে। বৃষ্টিতে অনেক রাস্তাতেই স্তব্ধ হয়ে গেছে যান চলাচল।
মুম্বই সহ কোঙ্কণ উপকূল জুড়েই আগামী ২৪ ঘণ্টায় অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। তাই সকলকে খুব দরকার না থাকলে বাড়ি থেকে বার হতে মানা করেছে প্রশাসন। এমনিতেই করোনার কারণে মুম্বইতে জনজীবন সীমিত। তারমধ্যে এই বৃষ্টি। তবে শুক্রবার হওয়ায় এদিন অনেক অফিস খোলা ছিল। আগামী ২ দিন উইকএন্ড। ফলে এদিন বাড়ি ফিরে এলে মানুষের কাজের জন্য বাইরে বার হওয়ার চাপ কম।
শুক্রবার ভোর থেকেই মুম্বই জুড়ে বৃষ্টি শুরু হয়। প্রবল বৃষ্টি চলতেই থাকে। ইতিমধ্যেই ওরলি, দাদর, দেশাই রোড, পারেল, আন্ধেরি জলের তলায় চলে গেছে। অনেক জায়গায় জল বাড়ছে। রাস্তায় জল এতটাই বেশি যে যান চলাচল সেখানে স্তব্ধ হয়ে গেছে। অনেক রাস্তা দিয়েই যান চলাচল করতে পারছেনা। অনেক সাবওয়ে বন্ধ করে দেওয়া হয়েছে। মুম্বই ছাড়াও থানে, পালঘর, রায়গড়, রত্নগিরি, সিন্ধুদূর্গ এলাকাও ভাসছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা