National

রাজপথে জলের তলায় হারিয়েছে গর্ত, বলি এক বাইক আরোহী

Published by
News Desk

রাজপথে মাঝেমধ্যেই বড় বড় গর্ত। বর্ষায় তা আবার দেখারও উপায় নেই। সেসব গর্ত হারিয়ে গেছে বৃষ্টির জলের তলায়। দেখতে না পেয়ে তার ওপর দিয়েই চালকরা যানবাহন চালিয়ে দিচ্ছেন। আর তার ফল মাঝেমধ্যেই হচ্ছে মর্মান্তিক। চোট আঘাত তো আছেই, এমনকি মৃত্যুর মত ঘটনাও ঘটে যাচ্ছে অচিরেই। যেমন ঘটল গত শনিবার মুম্বইতে। সিসিটিভিতে ধরা পড়া সেই ছবি এখন দেশ জুড়ে ভাইরাল।

গত শনিবার থেকেই প্রবল বৃষ্টিতে বানভাসি বাণিজ্য নগরী। নাগাড়ে বৃষ্টিতে বহু এলাকা জলের তলায় চলে যায়। অনেক রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়। এই অবস্থায় বাড়ি ফেরা দায় হয় অনেকের। যেমন হয়েছিল মনীষা ভোয়ারের। বছর ৪০-এর ওই মহিলা কাজ থেকে বাড়ি ফেরার জন্য ওদিন চেপে বসেছিলেন তাঁর এক আত্মীয়ের মোটরবাইকে। অন্তত বাড়িটা নিশ্চিন্তে পৌঁছনো যাবে। বৃষ্টির মধ্যেই বানভাসি রাজপথ দিয়ে বাইক এগিয়ে যাচ্ছিল। আচমকাই প্রবল ঝাঁকুনি খায় সেটি। জলের তলায় লুকিয়ে থাকা বিশাল খন্দ না দেখতে পেয়ে তার ওপরই দিয়ে যেতে গিয়েই যত বিপত্তি। ঝাঁকুনিতে বাইকের ওপর নিয়ন্ত্রণ হারান চালক। তিনি ও মনীষাদেবী উল্টে পড়েন রাস্তায়। আর ঠিক তখনই পাশ দিয়ে যাওয়া একটি বাসের পিছনের চাকায় পিষে যায় মনীষা ভোয়ারের মাথা। রক্তাক্ত অবস্থায় দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলেও তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। বাসের চালককে আটক করেছে পুলিশ। মর্মান্তিক এই ঘটনায় রাস্তার ঠিকঠাক দেখভালের অভাবকেই কাঠগড়ায় চাপিয়েছেন মুম্বইবাসী।

Share
Published by
News Desk