National

অতি ভারী বৃষ্টিতে বানভাসি মুম্বই

Published by
News Desk

বৃষ্টি চলছে কয়েকদিন ধরেই। গত শনিবার দিনভরই প্রায় বৃষ্টি হয়েছে। কিন্তু রাত থেকে রবিবার বেলা পর্যন্ত যেভাবে বৃষ্টি তার তীব্রতা বাড়িয়েছে তাতে মাথায় হাত পড়েছে মুম্বইবাসীর। তারমধ্যে চিন্তা আরও বাড়িয়েছে আবহাওয়া দফতরের পূর্বাভাস। পূর্বাভাসে বলা হয়েছে সোমবার সকাল পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে মুম্বই জুড়ে। ফলে রবিবার সকালের মধ্যেই যেখানে গোটা শহরটার একটা বড় অংশ বানভাসি চেহারা নিয়েছে, সেই অবস্থার আরও অবনতি হবে। রবিবার না হয় ছুটির দিন। কিন্তু সোমবার সকাল থেকে মু্ম্বই ফের ফিরবে তার চেনা ব্যস্ততায়। সেখানে শহরের বেহাল দশায় কর্মস্থলে সঠিক সময়ে কীভাবে পৌঁছবেন তা নিয়ে রবিবার থেকেই প্রমাদ গুনতে শুরু করেছেন শহরের বাসিন্দারা।

মুম্বই তো বটেই রায়গাদ, থানে, পালঘরেও অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এদিকে রবিবার দুপুরের পর আন্ধেরি, ঘাটকোপর, কুরলা, যোগেশ্বরী সহ মুম্বইয়ের বিস্তীর্ণ এলাকা জলের তলায় চলে গেছে। কুরলার বহু বাড়ির একতলা জলে ডুবেছে। এই বৃষ্টি সোমবার সকাল পর্যন্ত স্থায়ী হলে মুম্বইয়ের রেল পরিষেবাও স্তব্ধ হয়ে যেতে পারে বলে মনে করছেন অনেকে।

Share
Published by
News Desk