Categories: National

মুম্বইয়ে সিলিন্ডার ফেটে আগুন, মৃত ৯

Published by
News Desk

সিলিন্ডার ফেটে ছড়াল আগুন। আর সেই আগুনেই মৃত্যু। মুম্বইয়ের আন্ধেরি ওয়েস্ট এলাকার একটি ওষুধের দোকানে এভাবেই আগুন লেগে মৃত্যু হল ৯ জনের। ৯ জনই দোকানের মধ্যে বা সামনে ছিলেন। বৃহস্পতিবার সকালে দোকান খোলার পরই শর্ট সার্কিট থেকে আগুন লাগে। আগুনের গ্রাসে এসে পড়ে দোকানে রাখা সিলিন্ডার। সেই সময় আগুনের তাপ দোকানে রাখা সিলিন্ডারে বিস্ফোরণ ঘটায়। দ্রুত ছড়িয়ে পড়ে আগুন। আতঙ্কে শুরু হয় ছোটাছুটি। দ্রুত ঘটনাস্থলে হাজির হয় দমকল। বেশ কিছুক্ষণের চেষ্টা আগুন নিয়ন্ত্রণে আসে। সাতসকালে মুম্বইয়ের ব্যস্ত এলাকা আন্ধেরিতে এমন ঘটনায় আতঙ্ক ছড়ায়।

Share
Published by
News Desk