Kolkata

অনুগামীদের আটকাতেই রেল অবরোধ, দাবি মুকুল রায়ের

Published by
News Desk

শুক্রবার দুপুর ১টার সময় ধর্মতলার রানি রাসমণি রোডে ছিল বিজেপির সমাবেশ। ঠিক আজকের দিনে সকাল থেকেই শিয়ালদহ মেন লাইনে চলে ট্রেন অবরোধ ও যাত্রী বিক্ষোভ। এই ঘটনায় রাজনৈতিক ষড়যন্ত্রের ইশারা আছে বলে মনে করেন সদ্য বিজেপিতে যোগ দেওয়া মুকুল রায়। মহিলা কামরা বাড়ানোর প্রতিবাদেই ট্রেন চলাচল বিঘ্নিত হয়েছে এই ব্যাপারটিকে মানতে নারাজ মুকুলবাবু।

বিমানবন্দরে দাঁড়িয়ে তিনি দাবি করেন, ধর্মতলার সমাবেশে দলীয় কর্মীদের আসতে বাধা দেওয়ার জন্যই ট্রেন চলাচল ব্যাহত করে তৃণমূল। তাঁর অনুগামীরা আসবেন উত্তর ২৪ পরগনা জেলা থেকে। সমর্থকদের আটকানোর উদ্দেশেই এইরকম পরিকল্পনা করা হয়েছে বলে অভিযোগ করেন মুকুলবাবু।

Share
Published by
News Desk

Recent Posts