National

জল্পনা শেষ, বিজেপিতে যোগ দিলেন মুকুল রায়

Published by
News Desk

বিজেপিতেই যোগ দিলেন মুকুল রায়। শুক্রবার দিল্লিতে বিজেপির সদর দফতরে প্রথমে বিজেপি সভাপতি অমিত শাহের সঙ্গে তাঁর বৈঠক হয়। তারপর আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দেন তিনি। যোগদান পর্বে উপস্থিত ছিলেন অমিত শাহ সহ বিজেপির বেশ কয়েকজন নেতা। মুকুলের বিজেপিতে যোগদানকে স্বাগত জানিয়েছে রাজ্য বিজেপি।

এদিন বিজেপিতে যোগদান করে মুকুল রায় দাবি করেন, রাজ্যে তৃণমূল পায়ের তলার মাটি খুঁজে পাওয়ার ক্ষেত্রে বিজেপির অবদান আছে। তৃণমূলের সাফল্যে বিজেপির অবদান আছে। বিজেপি নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ আনুষ্ঠানিকভাবে মুকুল রায়কে বিজেপিতে নেওয়ার কথা ঘোষণা করার পর ৬৩ বছরের প্রাক্তন তৃণমূল নেতা মুকুল রায় বলেন, তিনি বিশ্বাস করেন বিজেপি কোনও সাম্প্রদায়িক দল নয়, বরং ধর্মনিরপেক্ষ একটি দল। পশ্চিমবঙ্গে খুব দ্রুত বিজেপি ক্ষমতায় আসতে চলেছে বলেও জানান মুকুলবাবু। সেইসঙ্গে জানিয়ে দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মত মানুষের নেতৃত্বে কাজ করার সুযোগ পেয়ে তিনি গর্বিত।

Share
Published by
News Desk