National

সারদা, নারদের কথা মমতা জানতেন না, দল ছেড়ে দাবি মুকুল রায়ের

ঠিক ছিল সবই। অপেক্ষা ছিল আনুষ্ঠানিক ঘোষণার। সেটা এদিন বিকেলে উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডুর হাতে রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফার চিঠি তুলে দিয়ে সাংবাদিক বৈঠক করে জানিয়ে দিলেন মুকুল রায়। দিল্লিতে করা সাংবাদিক সম্মেলনে মুকুল জানান, তিনি তৃণমূল কংগ্রেসের প্রাথমিক সদস্যপদ সহ সব পদ থেকে ইস্তফা দিচ্ছেন। এককথায় দল ছাড়লেন মুকুল রায়। কারণও জানিয়েছেন তিনি। জন্মলগ্নের পর থেকে কখনও তৃণমূল কংগ্রেস বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। সরকারে সামিল হয়েছে। তখন বিজেপি সাম্প্রদায়িক ছিল না। আবার কখনও কংগ্রেসের সঙ্গে হাত মিলিয়ে সরকারে থেকেছে। তখন কংগ্রেসের বিরুদ্ধে কোনও লড়াই ছিল না। মুকুল রায়ের দাবি, এটা তিনি মেনে নিতে পারছেন না। তাই দল ছাড়লেন। যা মাস ছ’য়েক আগেই ঠিক করেছিলেন। তাঁর মতে, তৃণমূলে একজনই সব। কিন্তু তিনি দলে চাকর হয়ে থাকতে পারবেন না। চুপ করে অন্যদের মত সব মেনেও নিতে পারবেন না।

তবে এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সারদা, নারদ থেকে ক্লিনচিট দিয়েছেন তিনি। তাঁর দাবি, সারদা বা নারদের কথা মুখ্যমন্ত্রী জানতেন না। এটা ব্যক্তি নেতার বিষয়। এদিন সাংবাদিক বৈঠকের শুরুতে দলের জন্মলগ্ন থেকে কীভাবে তিনি সঙ্গে ছিলেন তার বিস্তারিত তথ্য দলিল সহ তুলে ধরেন মুকুল রায়। জানান অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে দল ছাড়ছেন। এদিকে পুজোর আগে মুকুল রায় দল ছাড়ার ইঙ্গিত দেওয়ার পর তাঁকে দল থেকে ৬ বছরের জন্য সাসপেন্ডের কথা ঘোষণা করেন তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। এরপর থেকে মুকুল রায়ের বিরুদ্ধে একের পর এক বাক্যবাণ হেনেছেন তিনি। এদিন মুকুলের জবাব এসবের কোনও উত্তর তিনি দেবেন না। পার্থ চট্টোপাধ্যায়কে তাচ্ছিল্যের সঙ্গে ‘বাচ্চা ছেলে’ বলে সম্বোধন করেন তিনি।

তবে এদিন আগাগোড়া বিজেপির বিরুদ্ধে মুখ খুলতে দেখা যায়নি তাঁকে। সুকৌশলে এড়িয়ে গেছেন বিজেপিতে যোগদানের সম্ভাবনার কথাও। জানিয়েছেন সকলের সঙ্গেই কথা হচ্ছে। এখনই কোনও দলে যোগ দিচ্ছেন না। কিছুদিন ছুটি কাটাতে চান। দীপাবলির পর তিনি কোনও দলে যোগ দিলে তখন তা জানিয়ে দেবেন বলেও পরিস্কার করে দেন মুকুল রায়।

News Desk

স্ত্রীকে অন্তঃসত্ত্বা করতে প্রতিবেশিকে ভাড়া করেন স্বামী, তারপর ঘটল অন্য কাণ্ড

তিনি শারীরিকভাবে অপারগ। এটা জানার পর এক ব্যক্তি তাঁর প্রতিবেশিকে ভাড়া করেন তাঁর স্ত্রীকে অন্তঃসত্ত্বা…

November 26, 2025

মেঘের পিছনে স্ট্র্যাটোস্ফিয়ার ঘুরে এল রঙিন পুতুল, আকাশ থেকে কোথায় নামল সেটাই রহস্য

তাকে ফিরে পেতে এখন হন্যে হয়ে খুঁজছেন সকলে। যে সে পুতুল নয়। একাই স্ট্র্যাটোস্ফিয়ার ঘুরে…

November 26, 2025

২৭ বছর ধরে হেঁটে চলেছেন তিনি, হেঁটে পৃথিবী ভ্রমণ করতে গিয়ে সমুদ্রও হেঁটেই পেরিয়েছেন

২৭ বছরে কোনও যানবাহনে ওঠেননি তিনি। এমনকি কোনও নৌকা বা গরুর গাড়িতেও নয়। স্রেফ পায়ে…

November 26, 2025

মেষ রাশির বৃহস্পতিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২৭ নভেম্বর, ২০২৫

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

November 26, 2025

বৃষ রাশির বৃহস্পতিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২৭ নভেম্বর, ২০২৫

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

November 26, 2025

মিথুন রাশির বৃহস্পতিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২৭ নভেম্বর, ২০২৫

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

November 26, 2025