Kolkata

নারদকাণ্ডে তাঁকে ফাঁসাতে ষড়যন্ত্র করছেন মমতা, দাবি মুকুল রায়ের

Published by
News Desk

নারদকাণ্ডে সিবিআই ইতিমধ্যেই গ্রেফতার করেছে প্রাক্তন আইপিএস এসএমএইচ মির্জাকে। তারপরই ডাক পড়ে বিজেপি নেতা মুকুল রায়ের। শুক্রবার তাঁকে ডাকা হলেও তিনি আসেন শনিবার। এদিন দুপুর সওয়া ২টো নাগাদ নিজাম প্যালেসে সিবিআইয়ের মুখোমুখি হন তিনি। তারপর দীর্ঘ আড়াই ঘণ্টা ধরে চলে তাঁকে জিজ্ঞাসাবাদ। সেই জিজ্ঞাসাবাদ শেষে বাইরে বেরিয়ে মুকুল রায় দাবি করেন তিনি নারদ মামলায় জড়িত নন। যে ফুটেজ সামনে এসেছে তাতে তাঁকে টাকা নিতে দেখা যায়নি।

মুকুল রায় এদিন দাবি করেন, নারদকাণ্ডে তাঁকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফাঁসাতে চাইছেন। তারই ষড়যন্ত্র করছেন। তাই নারদকাণ্ডে যাঁকেই জিজ্ঞাসাবাদ করতে ডাকা হচ্ছে তিনিই গিয়ে মুকুল রায়ের নাম বলে আসছেন। তবে তিনি তদন্তকারী সংস্থাকে জানিয়ে এসেছেন তাঁকে তদন্তের স্বার্থে যতবার ডাকা হবে ততবার তিনি আসবেন। এদিন মির্জার মুখোমুখি বসিয়ে মুকুল রায়কে জিজ্ঞাসাবাদ করা হয়।

এদিন তাঁকে কি জিজ্ঞাসাবাদ করা হয়েছে সে বিষয়ে কোনও উত্তর দেননি মুকুলবাবু। এ বিষয়ে জানতে সিবিআই কর্তাদের সঙ্গে কথা বলতে বলেন তিনি। ২০১৬ সালে নারদ নিউজ নামে একটি পোর্টালে দীর্ঘ ফুটেজ প্রকাশিত হয়। সেখানে রাজ্যের অনেক তাবড় নেতা মন্ত্রীকে টাকা নিতে দেখা যায়। দাবি করা হয় তাঁরা কাজ করিয়ে দেওয়ার শর্তে ঘুষ নিয়েছিলেন। তারই তদন্ত চালাচ্ছে সিবিআই।

Share
Published by
News Desk
Tags: Mukul Roy

Recent Posts