National

মুখ্যমন্ত্রীর পুরো পরিবারকে দুর্নীতিগ্রস্ত বললেন মুকুল রায়

Published by
News Desk

তৃণমূলের হাতছাড়া হল বনগাঁও পুরসভাও। সোমবার বনগাঁ পুরসভার ১২ জন কাউন্সিলর দিল্লিতে গিয়ে বিজেপিতে যোগদান করেন। ফলে বনগাঁ পুরসভা তৃণমূলের হাত থেকে বেরিয়ে গেল। এদিন বনগাঁর তৃণমূল বিধায়ক বিশ্বজিত দাসও বিজেপিতে যোগ দেন। মুকুল রায়, কৈলাস বিজয়বর্গীয়ের মত বিজেপি নেতাদের উপস্থিতিতে তাঁরা আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দেন। তাঁদের দলে বরণ করে নেন কৈলাস বিজয়বর্গীয়।

মুকুল রায়ের দাবি, এটা সিনেমার ট্রেলার। এখনও পুরো সিনেমা বাকি আছে। এভাবেই তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করবেন নেতারা। ফলে মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘুম উড়ে যাবে। মুকুলবাবু এদিন আরও দাবি করেন মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবার হল দেশের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত পরিবার। তার নাকি দলিলও তাঁর কাছে আছে। ক্রমশ মমতাকে ছেড়ে সকলে বিজেপিতে চলে আসবেন।

মঙ্গলবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে দলীয় কাউন্সিলরদের নিয়ে বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি সাফ জানান, যাঁরা দল ছেড়ে গেছেন তাঁদের আর দলে ফেরানো হবে না। কেবল পুরনো তৃণমূলকর্মী হলে তিনি যদি ফিরতে চান তবে বিষয়টি ভেবে দেখা হবে। তিনি এও বলেন, যাঁরা দল ছেড়ে অন্য দলে যেতে চান তাঁরা দ্রুত চলে যান। তাহলে তাঁর পক্ষে উন্নয়নমূলক কাজ শুরু করতে সুবিধা হবে।

Share
Published by
News Desk
Tags: Mukul Roy

Recent Posts