Entertainment

শাহরুখ, অজয়, অক্ষয়দের ধরে পেটানো উচিত, রেগে আগুন মুকেশ খান্না

শাহরুখ খান, অজয় দেবগণ, অক্ষয় কুমারের ওপর রেগে আগুন শক্তিমান চরিত্র এবং মহাভারতের জন্য বিখ্যাত মুকেশ খান্না। যা বললেন ৩ অভিনেতাও তাতে হতভম্ব।

Published by
News Desk

শাহরুখ খান, অক্ষয় কুমার, অজয় দেবগণ, বলিউডের এক একটা মাইলফলক নাম। সুপারস্টার এঁরা। তাও আবার ৩ জন প্রবীণ অভিনেতাদের দলেই পড়েন। দীর্ঘদিন ধরে হিট সিনেমা উপহার দিয়ে চলেছেন এঁরা। দেশে বিদেশে ভক্তের সংখ্যা গুনে শেষ হবেনা।

এমন ৩ অভিনেতাকে ধরে কিনা পেটানো উচিত! আর এমন কথা অকপটে বলতে এতটুকু দ্বিধা করলেন না মহাভারত খ্যাত অভিনেতা মুকেশ খান্না। যিনি শক্তিমান চরিত্রের জন্যও বিখ্যাত।

কেন এই ৩ অভিনেতাকে পেটানো উচিত বলে মনে করেন ৬৬ বছরের মুকেশ? একটি সাক্ষাৎকারে তা তিনি স্পষ্ট করেছেন।

মুকেশের মতে, এই ৩ অভিনেতা যথেষ্ট রোজগার করেন। এতটাই তাঁদের রোজগার যে তাঁদের অন্তত অর্থের জন্য পান মশলার বিজ্ঞাপন করার দরকার পড়বে না। কিন্তু এই ৩ অভিনেতাই সেটা করছেন।

তাঁরা বলছেন পান মশলা নয়, সুপুরির বিজ্ঞাপন। কিন্তু সকলেই জানেন তাঁরা আদপে যেটা করছেন তা পান মশলার বিজ্ঞাপন। এমনটাই দাবি করেছেন মুকেশ।

তাঁর মতে, এঁদের সমাজের প্রতিও কিছু দায়বদ্ধতা আছে। পান মশলার বিজ্ঞাপন তাঁদের একেবারেই করা উচিত হয়। অথচ এক এক করে এই ৩ বলিউড তারকাই এখন চুটিয়ে পান মশলার বিজ্ঞাপন করছেন।

মুকেশের মতে, এটা উচিত হয়নি বলেই এই ৩ অভিনেতাকে ধরে পেটানো উচিত। যদিও এই পেটানোর বিষয়টি তিনি হালকা ছলেই বলেছেন।

তবে তিনি যে এই ৩ সুপারস্টারের পান মশলার বিজ্ঞাপন করা নিয়ে রীতিমত অসন্তুষ্ট তা মুকেশ খান্না স্পষ্ট করে দিয়েছেন। তিনি নিজেও এ ধরনের বিজ্ঞাপন থেকে নিজেকে দূরে রাখেন বলে জানিয়েছেন মুকেশ।

Share
Published by
News Desk