World

ভারতকে ২২টা অত্যাধুনিক ড্রোন বেচবে আমেরিকা

Published by
News Desk

প্রধানমন্ত্রী মার্কিন মুলুক ছেড়েছেন ২৪ ঘণ্টাও পার করেনি। কিন্তু তাঁর সঙ্গে হোয়াইট হাউসের প্রতিরক্ষা সংক্রান্ত বার্তালাপ যে কতটা ফলপ্রসূ হয়েছে তার ফল মিলল হাতেনাতে। এদিন মার্কিন প্রশাসনের তরফে ঘোষণা করা হয়েছে ভারতীয় সেনার সামুদ্রিক ক্ষেত্রে নজরদারি ক্ষমতা বাড়াতে শিকারি গার্ডিয়ান ড্রোন বিক্রি করবে তারা।

মার্কিন যুক্তরাষ্ট্র ও ভারত নিজেদের মধ্যে প্রতিরক্ষা সংক্রান্ত তথ্য ও প্রযুক্তি আদান প্রদানে সম্মত হয়েছে। যাতে শিলমোহর পড়েছে মোদী-ট্রাম্প বৈঠকে। তারপরই ভারতকে ড্রোন বেচতে চাওয়াকে তাৎপর্যপূর্ণ হিসাবেই দেখছে বিশ্ব। ২২টি এমন গার্ডিয়ান ড্রোন ভারতকে বেচবে মার্কিন মুলুক। তারজন্য ভারতের ব্যয় হবে ২ থেকে ৩ বিলিয়ন ডলার। তবে খরচের অঙ্কটা এখনও পরিস্কার নয়।

Share
Published by
News Desk