National

বিজেপি-তে যোগ দিলেন মৌসুমি চট্টোপাধ্যায়

Published by
News Desk

দিল্লিতে এদিন বিজেপিতে যোগ দিলেন অভিনেত্রী মৌসুমি চট্টোপাধ্যায়। দলের অন্যতম নেতা তথা পশ্চিমবঙ্গের দায়িত্বে থাকা কৈলাস বিজয়বর্গীয়-র উপস্থিতিতে এদিন বিজেপিতে যোগ দেন তিনি। ২০১৯ লোকসভা নির্বাচনের আগে মৌসুমির বিজেপিতে যোগদানকে গুরুত্বের সঙ্গেই দেখছে রাজনৈতিক মহল। অনেকেই মনে করছেন আসন্ন নির্বাচনে বিজেপির টিকিটে পশ্চিমবঙ্গের কোনও একটা আসনে হয়তো দাঁড়াতে পারেন তিনি। দলের তরফে তেমন কিছু যদিও নিশ্চিত করা হয়নি।

প্রসঙ্গত ২০০৪ সালে কলকাতা উত্তর-পূর্ব লোকসভা কেন্দ্র থেকে কংগ্রেসের টিকিটে ভোটে লড়েন মৌসুমি। তবে সিপিএমের মহম্মদ সেলিমের কাছে পরাজিত হন। তারপর ফের তাঁর ভোটে দাঁড়ানোর সম্ভাবনা উজ্জ্বল হল বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞেরা।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

Share
Published by
News Desk

Recent Posts