Categories: Kolkata

রবিবার থেকে বন্ধ এভারেস্ট অভিযান

Published by
News Desk

রবিবার থেকে এ বছরের মত বন্ধ হয়ে যাচ্ছে এভারেস্ট অভিযান। প্রবল তুষারঝড় চলছে। আবহাওয়া ক্রমশ খারাপের দিকে যাচ্ছে। এই অবস্থায় এভারেস্ট অভিযান অসম্ভব। তাই কোনও ঝুঁকি না নিয়ে সরকারিভাবে ২৯ মে থেকে এভারেস্ট অভিযানের সবকটি রুট এবছরের মত বন্ধ হয়ে যাচ্ছে। এদিকে এভারেস্ট জয়ী সুভাষ পালের দেহ ক্যাম্প ২ পর্যন্ত নামিয়ে এনেছেন শেরপারা। সেখান থেকে হেলিকপ্টারে শনিবারই দেহ কাঠমান্ডু আনার কথা। কিন্তু আবহাওয়া খারাপ হওয়ায় সকাল থেকেই হেলিকপ্টার যাত্রা শুরু করতে পারেনি। তবে সুভাষ পালের দেহ কোনওভাবে কাঠমান্ডু আনা সম্ভব হলেও অন্য দুই এভারেস্ট জয়ী পরেশ নাথ ও গৌতম ঘোষের দেহ এবছর ফিরিয়ে আনার সম্ভাবনা নেই বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল। পরেশ নাথের দেহ সাউথ কলের কাছে একটি ক্যাম্পে রয়েছে। গৌতম ঘোষের দেহ রয়েছে ব্যালকনির নিচেই। ২টি দেহ চিহ্নিত করা গেলেও আবহাওয়া খারাপ হওয়ায় তাদের এ বছর ফিরিয়ে আনার সম্ভাবনা ক্ষীণ। এদিকে এভারেস্ট জয়ী সুনিতা হাজরাকে শনিবারই কলকাতা ফেরানো হয়।

Share
Published by
News Desk