এভারেস্ট জয়ের আনন্দটুকু নিয়েই হিমালয়ের কোলে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন সুভাষ পাল। সরকারি উদ্ধারকারী দলের তরফে এই দাবি করার পরই তাঁর পরিবারে শোকের ছায়া নেমে আসে।
এদিকে ৪ জনের এভারেস্ট অভিযাত্রী দলের অন্যতম সদস্য সুনিতা হাজরার অবস্থা আশঙ্কাজনক বলেই জানিয়েছেন সরকারি উদ্ধারকারী দলের সদস্য দীপঙ্কর ঘোষ। এভারেস্টজয়ী দলের বাকি ২ সদস্য গৌতম ঘোষ ও পরেশ নাথের কোনও খোঁজ এখনও পাওয়া যায়নি।
গোটা অবস্থার উপর নজর রাখতে মঙ্গলবার নেপাল রওনা দিচ্ছে রাজ্য সরকারে ৪ সদস্যের প্রতিনিধিদল। দলের নেতৃত্বে থাকছেন রাজ্যের ক্রীড়াসচিব এসএস বাবা।