Categories: Kolkata

এভারেস্টেই মৃত্যু হল সুভাষ পালের

৪ জনের এভারেস্ট অভিযাত্রী দলের অন্যতম সদস্য সুনিতা হাজরার অবস্থা আশঙ্কাজনক বলেই জানিয়েছেন সরকারি উদ্ধারকারী দলের সদস্য দীপঙ্কর ঘোষ।

Published by
News Desk

এভারেস্ট জয়ের আনন্দটুকু নিয়েই হিমালয়ের কোলে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন সুভাষ পাল। সরকারি উদ্ধারকারী দলের তরফে এই দাবি করার পরই তাঁর পরিবারে শোকের ছায়া নেমে আসে।

এদিকে ৪ জনের এভারেস্ট অভিযাত্রী দলের অন্যতম সদস্য সুনিতা হাজরার অবস্থা আশঙ্কাজনক বলেই জানিয়েছেন সরকারি উদ্ধারকারী দলের সদস্য দীপঙ্কর ঘোষ। এভারেস্টজয়ী দলের বাকি ২ সদস্য গৌতম ঘোষ ও পরেশ নাথের কোনও খোঁজ এখনও পাওয়া যায়নি।

গোটা অবস্থার উপর নজর রাখতে মঙ্গলবার নেপাল রওনা দিচ্ছে রাজ্য সরকারে ৪ সদস্যের প্রতিনিধিদল। দলের নেতৃত্বে থাকছেন রাজ্যের ক্রীড়াসচিব এসএস বাবা।

Share
Published by
News Desk

Recent Posts