Categories: Kolkata

মাদার হাউসে বিশেষ প্রার্থনা, সাড়ম্বর উদযাপন

Published by
News Desk

কলকাতার মাদার টেরিজা সন্ত হতে চলেছেন। সেই মুহুর্তকে সাড়ম্বরে উদযাপন করতে কলকাতার মাদার হাউসে এদিন সকাল থেকেই শুরু হয় অনুষ্ঠান। চলে প্রার্থনা। জীবনের ৪০টি বছর আর্তের সেবায় এই কলকাতায় নিঃশব্দে কাজ করে গেছেন মাদার। কলকাতার হতদরিদ্র, অসহায় মানুষের জন্য নোবেল শান্তি পুরস্কার প্রাপ্ত মাদারের অপার অবদান নতুন করে ব্যাখ্যার অপেক্ষা রাখে না। এখানেই তৈরি হয়েছিল মাদার হাউস। তাঁর কর্মকাণ্ডের যাবতীয় ইতিহাস বয়ে নিয়ে চলা সেই মাদার হাউস যে এদিন আনন্দে মাতবে তা আর নতুন কী! মাদার হাউসের সামনে এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী ফিরহাদ হাকিম সহ আরও অনেকে। সারাদিনই এখানে অনুষ্ঠান। সেই অনুষ্ঠানে যোগ দিতে শুধু কলকাতাবাসী নন, বাইরে থেকেই বহু মানুষ হাজির হয়েছিলেন। সন্ত টেরিজাকে শ্রদ্ধা জানান তাঁরা। অংশ নেন বিভিন্ন অনুষ্ঠানে। কলকাতাকে ঘিরেই তাঁর যাবতীয় কর্মকাণ্ড। তাই মাদার টেরিজার সন্ত হওয়ার খুশিতে কলকাতা তো মাতবেই। কিন্তু এদিন শুধু কলকাতা বলেই নয়, ভারতের কোণায় কোণায় মাদার টেরিজার সন্ত হওয়াকে কেন্দ্র করে সকাল থেকেই বিভিন্ন অনুষ্ঠান হয়েছে। গির্জা গির্জায় হয়েছে বিশেষ প্রার্থনা। সব মিলিয়ে মাদার টেরিজার সন্ত হওয়াকে সাড়ম্বরেই উদযাপন করলেন ভারতবাসী।

Share
Published by
News Desk

Recent Posts