দুধের দাম কমছে, বড় ঘোষণা করল সংস্থা, সুরাহা আমজনতার
দুধের দাম কমছে। এই খবর অবশ্যই দেশের সাধারণ মানুষের মন ভাল করে দেওয়ার জন্য যথেষ্ট। কত কমছে, কবে থেকে কমছে, সব জানাল অন্যতম সংস্থা।

দুধের দাম কমছে এটা অবশ্যই দেশের আম জনতার জন্য ভাল খবর। যেখানে দুধের দাম কার্যত লাফিয়ে লাফিয়ে বেড়েছে, সেখানে দুধের দাম কমার খবর শুনলে মূল্যবৃদ্ধির জেরে জেরবার দেশের সাধারণ মানুষের মন ভাল হয়ে যেতে বাধ্য।
কারণ প্রাত্যহিক জীবনে দুধ না কিনে উপায় নেই। সে দাম বাড়লেও। টানা দুধের দাম বাড়ায় জেরবার সাধারণ মানুষকে কিছুটা রেহাই দিতে তাদের দুধের দাম লিটার প্রতি ২ টাকা করে কমানোর কথা জানিয়ে দিল অন্যতম সংস্থা মাদার ডেয়ারি।
শুধু দুধ নয়। মাদার ডেয়ারি তাদের ছানা, মাখন, চিজ এবং আইসক্রিমের দামও কমাচ্ছে বলে জানিয়ে দিয়েছে। আগামী ২২ সেপ্টেম্বর থেকে দাম কমার কথা। কারণ ওইদিন থেকেই নতুন জিএসটি হার লাগু হচ্ছে। যেখানে দুধের দামে জিএসটি ছাড় দিয়েছে সরকার।
যেখানে দুধ ও দুগ্ধজাত দ্রব্যে ১২ শতাংশ বা ১৮ শতাংশ ছিল জিএসটি, সেখানে তা কমিয়ে কিছু ক্ষেত্রে ৫ শতাংশ এবং কিছু ক্ষেত্রে সম্পূর্ণ জিএসটি ছাড় দেওয়া হয়েছে। ফলে দুধের দাম কমানোর পথে হাঁটতে পারল মাদার ডেয়ারি।
যদিও দাম কমানো নিয়ে মাদার ডেয়ারি জানিয়ে দিলেও আমূল বা অন্য কোনও দুধ ও দুগ্ধজাত দ্রব্য প্রস্তুতকারী সংস্থাগুলি কোনও আলোকপাত করেনি।
তবে তারাও দাম কমানোর পথেই হাঁটতে চলেছে বলে খবর। ফলে আগামী দিনে যে সংস্থার দুধই হোক না কেন, দুধের দামে কিছুটা সুরাহার বিষয়ে প্রায় নিশ্চিত দেশবাসী। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা