World

ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় মৃত ৭, আহত ১২৫

Published by
News Desk

ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় প্রাণ হারালেন ৭ জন। আহত ১২৫। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে উত্তর মরক্কোয়। ক্যাসাব্লাঙ্কা ও টানজিয়ের-এর মধ্যে যোগাযোগ রক্ষাকারী ট্রেনটি সকাল ১০টা ১০ মিনিট নাগাদ লাইনচ্যুত হয় সিদি বুকনাদেল শহরে। সালে ও কেনিটরার মধ্যবর্তী একটি ছোট শহর এই সিদি বুকনাদেল।

মরক্কো রেলের তরফে ডিরেক্টর রাবি খিলে তাঁর বিবৃতিতে দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি বলেই দাবি করেছেন। দুর্ঘটনার সঠিক কারণ জানতে তদন্ত শুরু হয়েছে বলেও জানান তিনি।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

Share
Published by
News Desk
Tags: Bengali News

Recent Posts