SciTech

বয়স জানা গেল চাঁদের

এতদিন চাঁদের বয়স নিয়ে যে ধারনা ছিল তা ভ্রান্ত, বরং নতুন গবেষণা বলছে চাঁদ আরও অনেক বেশি পুরনো। চাঁদ থেকে মাটি ও পাথর আনা হয়েছিল। তা পরীক্ষা করেই এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন বিজ্ঞানীরা।

Published by
News Desk

চাঁদের বয়স এতদিন যা জানা ছিল, পৃথিবীর একমাত্র উপগ্রহটির তার চেয়ে ১৪০ মিলিয়ন বছর আগেই জন্ম হয়ে গিয়েছিল। অর্থাৎ এতদিন চাঁদের বয়স নিয়ে যে ধারনা ছিল তা ভ্রান্ত! বরং নতুন গবেষণা বলছে চাঁদ আরও অনেক বেশি পুরনো। চাঁদের সঠিক বয়স ৪.৫১ বিলিয়ন বছর!

চাঁদের গা থেকে অ্যাপোলো ১৪ মিশনে কিছুটা মাটি ও পাথর তুলে আনা হয়েছিল। সেই মাটি ও পাথর পরীক্ষা করে তাতে জিরকন নামে একটি খনিজের অস্তিত্ব পাওয়া যায়। সেই ধাতু পরীক্ষা করেই এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন বিজ্ঞানীরা।

কীভাবে চাঁদ সৃষ্টি হল তারও একটি সন্ধান দিয়েছেন তাঁরা। সৌরজগত তৈরি হওয়ার মাত্র ৬০ মিলিয়ন বছর পর একদিন তখনকার পৃথিবীর সঙ্গে থাইয়া নামে একটি গ্রহ জাতীয় বস্তুর ভয়ংকর সংঘর্ষ হয়। সেই সংঘর্ষের ধ্বংসাবশেষই হল আমাদের প্রিয় চাঁদ!

Share
Published by
News Desk
Tags: NASA