SciTech

চাঁদের অন্ধকার দিকে কি হয়েছিল, রহস্য উন্মোচন করল চাঁদের মাটি

চাঁদের অন্ধকার দিক বা যাকে বলা হয় চাঁদের ফার সাইড, সেখানে কয়েক কোটি বছর আগে কি হয়েছিল। সে রহস্যের জাল ছিঁড়ে দিল চাঁদের মাটি।

Published by
News Desk

চাঁদকে চেনার ক্ষেত্রে বিজ্ঞানীরা আরও একধাপ এগিয়ে গেলেন। চিনের যান চাঁদের মাটির নমুনা নিয়ে আসার পর তা মার্কিন ও চিনা গবেষকেরা একসঙ্গে পরীক্ষা করে দেখেন। আর তা পরীক্ষার পর তাঁরা যা দেখেছেন তাতে তাঁদের কাছে চাঁদের অন্ধকার দিকটি সম্বন্ধে অল্প ধারনা এখন অনেকটা ধারনায় রূপান্তরিত হয়েছে।

কারণ সেখান থেকে আনা মাটিতে ব্যাসল্ট নির্ভর আগ্নেয়শিলার উপস্থিতি পাওয়া গিয়েছে। যা পরীক্ষার পর বিজ্ঞানীরা জানাচ্ছেন, ৪২০ কোটি বছর আগে চাঁদে অগ্নুৎপাত হয়েছিল।

অর্থাৎ চাঁদের জন্মের কিছু পরেই চাঁদের যে দূরবর্তী অন্ধকার দিকটি রয়েছে সেখানে অগ্নুৎপাত হত। কেঁপে উঠত মাটি। বিখ্যাত নেচার পত্রিকায় এই খোঁজের কথা প্রকাশিত হয়েছে।

চাঁদের যে দিকটা মানুষ পৃথিবী থেকে দেখতে পান সেদিকটার সঙ্গে যেদিকটা দেখতে পান না সেদিকটার বিপুল ফারাক। যে দিকটা দেখা যায় সেখানে ক্রেটার থাকলেও সর্বত্র নেই। মাটিও অনেকটাই মসৃণ।

অন্যদিকে যেদিকটা অন্ধকারময়, সেদিকের মাটি অত্যন্ত অমসৃণ, এবড়োখেবড়ো। প্রচুর ক্রেটারে ভরা। গর্তে গর্তে ভর্তি। চাঁদের যেদিকটা দেখা যায় সেদিকটার সঙ্গে যে দিকটির মাত্র ১৮ শতাংশ মাঝেমধ্যে দেখা যায় সেদিকটির এতটা ফারাক বিজ্ঞানীদের আজও অবাক করে।

তবে সেখানে যে অগ্নুৎপাত হত তা অনেকটাই পরিস্কার হয়ে গেছে বিজ্ঞানীদের কাছে। এমনকি চাঁদের মাটি পরীক্ষা করে বিজ্ঞানীরা দেখেছেন ২৮৩ কোটি বছর আগেও চাঁদের অন্ধকার দিকে অগ্নুৎপাতের ঘটনা ঘটেছিল। যা যেদিকটা দেখা যায় সেদিকে হয়নি।

Share
Published by
News Desk

Recent Posts