SciTech

ভুল জানা ছিল চাঁদের বয়স, চাঁদ কত বুড়ো জানাল স্ফটিক

চাঁদের বয়স কত তার একটা অনুমান বিজ্ঞানীরা অনেক আগেই নানা তথ্যের ভিত্তিতে করেছিলেন। কিন্তু তা ভুল ছিল। স্ফটিক জানাল চাঁদ কতটা বুড়ো।

Published by
News Desk

চাঁদের বয়স যা ভাবা হত তার চেয়েও চাঁদ অনেক বেশি বুড়ো। কিন্তু তা এতদিন জানা ছিলনা। ১৯৭২ সালে চাঁদের মাটির অংশ যা অ্যাপোলো নভশ্চররা এনেছিলেন তা পরীক্ষা করার কাজ বহু বছর ধরেই চলছে। সেই নমুনা থেকেই জানা গেল চাঁদের নতুন বয়স।

এবার শিকাগো বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা সহ আরও কয়েকজন বিজ্ঞানী চাঁদ থেকে আনা নমুনা পরীক্ষা করার সময় একদম অণু ধরে ধরে পরীক্ষা চালান। আর তাতেই একটি বিশেষ ধরনের স্ফটিকের অস্তিত্ব সম্বন্ধে জানতে পারেন তাঁরা।

সেই স্ফটিক পরীক্ষা করে বিজ্ঞানীরা জানতে পারেন ওই স্ফটিকগুলি তৈরি হয়েছিল যখন এক ভয়ংকর মহাজাগতিক সংঘর্ষের জেরে চাঁদ নামক বস্তুটি জন্ম নেয়। সেই সময় ওই স্ফটিক চাঁদের মাটিতে মিশে গিয়েছিল।

ফলে বিজ্ঞানীরা এটা নিশ্চিত যে ওই স্ফটিকের বয়স অবশ্যই চাঁদের বয়সের সমান হবে। সেটা পরীক্ষা করতে গিয়ে দেখা গেছে চাঁদের বয়স এখন যা মনে করা হয় তার চেয়ে ৪ কোটি বছর কমপক্ষে বেশি।

এই স্ফটিক কিন্তু এতদিনের ধারনা বদলে দিল। চাঁদের বয়স পরিবর্তন করে দিল। মহাকাশ ও মহাজাগতিক বস্তু নিয়ে মানুষের নানা ধারনা রয়েছে। তাদের বয়স নিয়েও ধারনা রয়েছে।

কিন্তু এখন মহাকাশ বিজ্ঞানের উন্নতি ও নানা ধরনের পরীক্ষাকে আরও সঠিক করার উপায় অনেক পুরনো ধারনা ভেঙে দিচ্ছে। বহুদিন ধরে যাকে সত্য বলে মনে করা হচ্ছিল সে সত্য বদলে যাচ্ছে। যেমন চাঁদের বয়সের ক্ষেত্রে হল। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk

Recent Posts