SciTech

তুষারের খোঁজ মিলল চাঁদে

বিজ্ঞানীরা চাঁদে বরফের অস্তিত্ব রয়েছে বলে মনে করছেন। চাঁদে নাসার যান থেকে পাঠানো তথ্য বিবেচনা করে সেখানে তুষার রয়েছে বলে অনেকটাই নিশ্চিত বিজ্ঞানীরা।

Published by
News Desk

চাঁদের দক্ষিণ মেরু অনেক বেশি ঠান্ডা। ওই মেরু অঞ্চল থেকে সূর্যের আলোর যে প্রতিফলন হয় তাও অনেক বেশি ঝলমলে। সাধারণত মাটি বা পাথরের ওপর সূর্যের আলো পড়লে অতটা আলোর বিচ্ছুরণ হতে পারেনা।

সবকিছু খতিয়ে দেখার পর নাসা-র বিজ্ঞানীরা চাঁদের ওই অংশে বরফের অস্তিত্ব রয়েছে বলে মনে করছেন। চাঁদে নাসার যান থেকে পাঠানো তথ্য বিবেচনা করে সেখানে তুষার রয়েছে বলে অনেকটাই নিশ্চিত বিজ্ঞানীরা।

তাঁদের ধারণা, চাঁদের যে রেগলিথ পাথর ছড়িয়ে আছে, যে ধুলো রয়েছে বা যে মাটি রয়েছে তার সঙ্গে খুব পাতলাভাবে মিশে রয়েছে এই বরফ।

বিজ্ঞানীরা আরও জানাচ্ছেন, চাঁদের দক্ষিণ মেরুর একটা দিক চিরঅন্ধকার। সেখানকার তাপমাত্রা মাইনাস ২৬০ ডিগ্রি ফারেনহাইট।

এমন তাপমাত্রায় কোটি কোটি বছর ধরে জল বরফের আকারে এক জায়গায় থেকে যেতে পারে বলেই জানিয়েছেন বিজ্ঞানীরা। চাঁদে বরফের অস্তিত্বের খোঁজে আরও পরীক্ষা চলছে।

Share
Published by
News Desk
Tags: NASA