World

এ দেশে মানুষের চেয়ে বেশি ঘোড়া বাস করে, দেশটার নাম খুব চেনা

এ দেশে মোট জনসংখ্যা দেশের মোট ঘোড়ার সংখ্যার চেয়ে অনেক কম। এমন দেশও রয়েছে পৃথিবীতে। সেখানে যেমন গরম, তেমন ঠান্ডা। ২ দিব্যি সহ্য করে নেয় ঘোড়ারা।

Published by
News Desk

এ দেশের ভূখণ্ড মাপতে গেলে অতিকায়। কিন্তু অধিকাংশ জায়গাই ধুধু প্রান্তর হয়ে পড়ে আছে। এ দেশে মাইলের পর মাইল ফাঁকা জমি আর মরু অঞ্চল পড়ে থাকে একাকী। মানুষের দেখা মেলা বেশ কঠিন। কারণ ওই বিশাল দেশের মোট জনসংখ্যা ৩৫ লক্ষ।

দেখা গেছে প্রতি বর্গ কিলোমিটারে গড়ে ২ জন করে মানুষের বাস এখানে। এ দেশের ইতিহাস কিন্তু অতি প্রাচীন। ভারতের ইতিহাসের সঙ্গে যোগসূত্রও বেশ ওতপ্রোত। এ দেশে গরমে পারদ চড়ে ৩০ ডিগ্রির ওপর। কিন্তু শীতে সেটাই নেমে যায় মাইনাস ৪০ ডিগ্রিতে।

এই বিশাল ফারাক মানুষ তো গরম পোশাক, ঘরের চার দেওয়াল বা অন্য শরীর গরম রাখার সুযোগ সুবিধা দিয়ে সহ্য করে নেয়। কিন্তু এ দেশের অন্যতম প্রাণিসম্পদ ঘোড়ারা তা সহ্য করে খোলা আকাশের নিচেই।

এ দেশে ঘোড়ার সংখ্যা মানুষের চেয়ে অনেক বেশি। হিসাব বলছে মঙ্গোলিয়ায় ঘোড়ার সংখ্যা ৫০ লক্ষের বেশি। দেশটি খুব দূরে নয়। চিনের উত্তর দিকে মঙ্গোলিয়া এমন এক দেশ যেখানে ঘোড়ার সংখ্যা বেশি। মানুষের সংখ্যা কম।

ঘোড়ারা অধিকাংশ খোলা জায়গায় নিজেদের মত করে বসবাস করে। তারা তাদের মত খাদ্য জোগাড় করে নেয়। অধিকাংশ ঘোড়াই পোষা নয়। ফলে তারা আর পাঁচটা প্রাণির মতই নিজেদের মত করে জীবনধারণ করে। খাবার খুঁজে নেয়।

তবে একটা দেশে একটি বন্যপ্রাণির সংখ্যা সে দেশের মানুষের চেয়েও বেশি এটা বেশ চমকপ্রদ। ইতিহাস বলছে মঙ্গোলিয়ার চেঙ্গিস খানের মত যুদ্ধবাজরা দেশ দখলে ঘোড়ায় চড়েই পাড়ি দিতেন।

Share
Published by
News Desk
Tags: Mongolia

Recent Posts