Sports

শ্রীলঙ্কায় পুলে ডুবে মৃত ভারতীয় ক্রিকেটার

Published by
News Desk

অনূর্ধ্ব-১৭ বিভাগের ভারতীয় ক্রিকেট দলের সদস্য হিসাবে শ্রীলঙ্কায় প্রতিযোগিতায় অংশ নিতে গিয়েছিল গুজরাটের ১২ বছরের কিশোর মোনাথ সোনা নরেন্দ্র। কিন্তু সেখান থেকে আর বাড়ি ফেরা হলনা। পুল সেশনে জলে ডুবে রহস্যজনকভাবে মৃত্যু হল তার। শ্রীলঙ্কার পামুনুগামায় একটি রিসর্টে ছিল গোটা ভারতীয় দল। সেখানেই পুল সেশনে জলে নেমেছিল মোনাথ। সেখানেই জলে ডুবে যায় সে। দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে।

হাসপাতালে হাজির হয় পুলিশ। দেহ ময়নাতদন্তে পাঠানো হয়। কিন্তু সকলের চোখ এড়িয়ে পুলে কীভাবে সে ডুবে গেল তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। সে সময়ে দলের কোচ, ম্যানেজার ও অন্য খেলোয়াড়েরা কোথায় ছিলেন, কেন তাঁদের নজরে পড়ল না মোনাথ ডুবে যাচ্ছে, এসব প্রশ্ন উঠতে শুরু করেছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। দলের সদস্যের মর্মান্তিক মৃত্যুর প্রভাব গোটা দলেই পড়েছে। সকলেই শোকাহত।

Share
Published by
News Desk