World

আশ্চর্য রক্ষা, ৪ দিন মাটির নিচে থেকে বেরিয়ে এলেন বৃদ্ধ

৪ দিন কেন একবেলাও মাটির তলায় চাপা থাকার পর যে কোনও মানুষের প্রাণ চলে যেতে পারে। কিন্তু ৪ দিন পর কার্যত কবর থেকে উঠে এলেন বৃদ্ধ।

Published by
News Desk

এক ১৮ বছরের কিশোরের সঙ্গে বসে তিনি মদ্যপান করছিলেন। নানা বিষয়ে কথা হচ্ছিল। এক বৃদ্ধের দাবি, সে সময় তাঁর সঙ্গে ওই কিশোরের ঝগড়ার পরিস্থিতি সৃষ্টি হয়। ঝগড়া হওয়ার পর ওই কিশোর তাঁকে ধরে নিয়ে গিয়ে বাড়ির পিছনের মাটির নিচের একটি ছোট্ট ঘরে ভরে দরজা বন্ধ করে দেয়। তারপর সেই ঘরটি মাটি দিয়ে চাপা দিয়ে দেয়।

সেখানেই ৪ দিন ধরে আটকে ছিলেন ওই ৬২ বছরের বৃদ্ধ। তিনি কাঁদছিলেন। মৃদু স্বরে ডাকছিলেন। যদি কারও কানে যায় শব্দটা তাহলে রক্ষাটা হয়। কানে যায়ও শব্দটা। অবশেষে তাঁকে উদ্ধার করা হয় মাটির তলা থেকে।

মাটি খুঁড়ে ফাঁক তৈরি করে ওই ঘর থেকে বার করে আনা হয় ৬২ বছরের ওই মানুষটিকে। তিনিই জানান কে তাঁর এই অবস্থা করেছিল।

যদিও ওই কিশোরকে আটক করা হলেও সে তার বয়ানে নানারকম কথা বলতে থাকে। বিভিন্ন দাবি করতে থাকে। অসংলগ্নতা প্রকাশ্যে আসার পর তাকে আরও কড়া জিজ্ঞাসাবাদ শুরু হয়। ঘটনাটি ঘটেছে মলডোভায়।

পুরো ঘটনার কথা ওই ৬২ বছরের ব্যক্তির কাছে শোনার পর অনেক কিছু পরিস্কার হয়। তবে সব দিক খতিয়ে দেখছেন দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা।

এই আশ্চর্য রক্ষার কথা নানা সংবাদমাধ্যমে প্রকাশিত হওয়ার পর অনেকেই তা পড়ে অবাক হয়েছেন। ১৮ বছরের এক কিশোর এমন করতে পারে? অবিশ্বাস্য লাগছে অনেকের কাছে।

Share
Published by
News Desk
Tags: Moldova

Recent Posts